শরীরের বিভিন্ন অঙ্গের কালো দাগ দূর করতে মুলতানি মাটির সেরা ৫ টি প্যাক নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো। কোনো ধরনের কেমিক্যাল বা মেডিসিন ব্যবহার না করে শুধু মুলতানি মাটি বা মুলতানি মাটির সাথে অন্য কোন উপকরণ মিক্স করে শরীরের বিভিন্ন অঙ্গের কালো দাগ দূর করা কি সম্ভব????
বন্ধুরা কনফিউজড হওয়ার কোন কারণ নেই। এটা গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে মুলতানি মাটি তে যে সকল উপাদান রয়েছে এই সকল উপাদান আমাদের শরীরের বিভিন্ন ধরনের কাজে লাগে।
এর সাথে সাথে মুলতানি মাটির পাশাপাশি যদি অন্য কোন উপকরণ যেগুলো আমাদের শরীরের সকল ব্ল্যাকহেডস বা কালো দাগ দূর করতে সাহায্য করে এই ধরনের উপকরণ গুলো যদি মুলতানি মাটির সাথে যোগ করে আমরা আমাদের শরীরে প্রয়োগ করি তাহলে আমাদের শরীরের যে সকল দাগ বা অবাঞ্ছিত দাগ এগুলো দূর হয়ে যাবে।
তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক সেইসকল প্যাকগুলো কি এবং শরীরের কোন অঙ্গের জন্য এবং কিভাবে তার ব্যবহার করতে হবে।
এখন যে প্যাক নিয়ে আলোচনা করব সেটি আমরা আমাদের
- মুখে
- ঘাড়ে
- বগলের নিচে এবং
- আমাদের গোপন অঙ্গে ব্যবহার করতে পারি।
চোখের নিচের কালো দাগ দুর করতে মুলতানি মাটির প্যাক
বন্ধুরা এই ধরনের প্যাক ব্যবহার করতে হলে আমাদের যে সকল উপকরণ গুলো লাগবে
- মুলতানি মাটি
- লেবু
- মধু
- গোলাপ জল।
বন্ধুরা একটি পরিষ্কার বাটিতে প্রত্যেকটি উপকরণ এক এক করে ভালোমতো মিক্স করে পাঁচ মিনিটের জন্য রাখতে হবে।
পাঁচ মিনিটের জন্য রাখবো যাতে যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি উপকরণগুলোর প্রত্যেকটি উপাদান যাতে একে অপরের সাথে ভালো মতো মিশে যায়।
এখন এই প্যাকটি তৈরি হবার পর এটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে লাগাতে পারবো যেখানে বিভিন্ন ধরনের কালো দাগ রয়েছে। এমন জায়গায় যদি আমরা লাগাই এবং ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করে গোসলের সময় যদি ধুয়ে ফেলি।
২। ঘাড়ের কালো দাগ দুর করতে মুলতানি মাটির প্যাক
এ প্যাকটি হল শুধুমাত্র মুলতানি মাটির সাথে মধু ও লেবু দিয়ে তৈরি করতে হবে
অর্থাৎ উপকরণ হিসেবে শুধু আপনার কাছে লেবু-মধু থাকলেই হবে। উপকরণ গুলো ভালোমতো মিক্স করে আপনার ঘাডের যে অংশে দাগ রয়েছে তাতে লাগাতে পারেন। দাগগুলো হতে পারে প্রাকৃতিক বা কোনো দুর্ঘটনার কারনে। যেমন দাগ ই হোক না কেন উপকরণ টির মাধ্যমে চলে যাবে।
৩। কালো দাগ দুর করতে মুলতানি মাটির প্যাক
মুলতানি মাটি, এলোভেরা ও দই
এখানে যে সকল উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটি উপকরণ শরীরের দাগ দূর করতে বিশেষ কাজ করে। শরীরের বিভিন্ন অঙ্গের কালো দাগ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। তাহলে বন্ধুরা কালো দাগ নিয়ে আর চিন্তা না করে এই প্যাকটি ব্যবহার করুন।
৪। ব্রনের কালো দাগ দুর করতে মুলতানি মাটির প্যাক
এখন যে প্যাকটির কথা আপনাদের সাথে বলতে যাচ্ছি, এটি তৈরি করতে হলে হাতের কাছে যে উপকরণগুলো রাখা লাগবে
- মুলতানি মাটি
- লেবু
- টক দই
মুলতানি মাটির সাথে লেবুর রস ও টক দই মিক্স করে আমাদের মুখের যে সকল অঙ্গে ব্রণের দাগ রয়েছে এবং বিভিন্ন রোদে পোড়া দাগ এই প্যাকটি ব্যবহার করলে এবং সেটা যদি নিয়মিত করতে পারি তাহলে এর সুফল আপনারা হাতে হাতে পাবেন।
ধন্যবাদ বন্ধুরা