আপনারা যারা তৈলাক্ত ত্বক ও ত্বকের কালো রং নিয়ে দুঃশ্চিন্তায় আছেন তাদের দুঃশ্চিন্তা দূর করতে আপনাদের খুব দ্রুত কার্যকরি ত্বক ফর্সা করার মুলতানি মাটির ফেসপ্যাক শেয়ার করছি। মুলতানি মাটির এই ফেসপ্যাকটি ত্বকের তৈল দূর করে ত্বককে ফর্সা করতে সাহায্য করবে।
চলুন মুলতানি মাটির ফেসপ্যাকটি তৈরি করার উপায় জেনে নিই।
মুলতানি মাটির ফেসপ্যাক তৈরি ও ব্যবহারের নিয়মঃ
প্রয়োজনীয় উপাদানঃ
- মুলতানি মাটি – ১ চামচ

- মধু – আধা (১/২) চামচ
- গোলাপজল – ১ চামচ
মুলতানি মাটির ফেসপ্যাক তৈরির ধাপঃ
- ফেসপ্যাক তৈরি করার জন্য সবার প্রথমে একটি পাত্রে সব উপাদান নিয়ে খুব ভালো করে মিক্স করবেন।

- সব উপাদান ভাল করে মিশে গেলে এটি এপ্লাই করার আগে কুসুম গরম পানিতে তুলা বা সুতির কাপড় ভিজিয়ে মুখ ভালো করে মুছে নিতে হবে ।
- এরপর মুলতানি মাটির ফেসপ্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে।
- ২০ মিনিট পর পানিতে তুলা ভিজিয়ে আস্তে আস্তে ঘষে ফেসপ্যাকটি মুখ থেকে তুলে নিতে হবে।
- ফেসপ্যাকটি তুলে নেবার পর নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন।

এবার আমি জানিয়ে দেবো এই প্যাকটিতে ব্যবহৃত কোন কোন উপাদান ত্বকের কি কি উপকার করবে।
মুলাতানি মাটিঃ
অ্যালুমোনিয়াম সিলিক্ট ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে মুলাতানি মাটি গঠিত যা ত্বক হতে অতিরিক্ত তৈল শোষণ করে নেয় ও ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জীবিত করে এবং কালো দাগ দূর করে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলবে।
মধুঃ
মধুতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট ও এন্টি-ব্যাকটেরিয়াল উপাদান। মধুর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে নরম করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।

আর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণু ও অন্যান্য ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে।
নোটঃ
১। এই ফেসপ্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী আর যাদের ত্বক শুষ্ক তারা এটি একেবারে এপ্লাই করবেন না ।
২। মুলতানি মাটির এই ফেসপ্যাকটি রাতে ব্যবহার করবেন । এতে করে ত্বকের অতিরিক্ত তৈল , সারাদিনের জমে থাকা ময়লা ও জীবাণু দূর হয়ে যাবে।

৩। খুব ভাল রেজাল্ট পাবার জন্য প্রতি সপ্তাহে চার পাঁচ বার ব্যবহার করতে পারবেন।
শুষ্ক ত্বকের বন্ধুদের এই ফেসপ্যাকটি এপ্লাই না করতে বলেছি বলে মন খারাপ করবেন না। শুষ্ক ত্বকের জন্য অনেক ফেসপ্যাক আমি শেয়ার করেছি। আপনারা সেগুলো এপ্লাই করতে পারেন ।