ত্বকের কালো দাগ দূর করার জন্য মুলতানি মাটি অত্যন্ত কার্যকর একটি উপাদান। এর সাহায্যে খুব সহজে কালো দাগ দূর হয়ে যায়।মুলতানি মাটি ত্বকের কালো দাগ দূর করার পাশাপাশি ত্বক ফর্সা করে তোলে ।
আপনারা যারা মাত্র 3 দিনে ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করতে চান তারা মুলতানি মাটি ব্যবহার করতে পারেন।মুলতানি মাটি ত্বকে ব্যবহার করার সময় প্যাক বানিয়ে ব্যবহার করলে ভাল ফলাফল পাওয়া যায় ।
তাই আমি আপনাদের সাথে মুলতানি মাটির একটি ফেসপ্যাক শেয়ার করছি যা মাত্র 3 দিনে ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করবে।
চলুন ফেসপ্যাকটি কিভাবে বানিয়ে নিতে হবে তা দেখে নিই ।
মুলতানি মাটির ফেসপ্যাকটি তৈরিতে যা যা লাগবেঃ
২ চামচ মুলতানি মাটি
১ চামচ চালের গুড়া
১ চামচ ভিটামিন ই অয়েল
পরিমাণ মত দুধ
মুলতানি মাটির ফেসপ্যাকটির ব্যবহারঃ
প্রথমে একটি পরিষ্কার বাটির এর মধ্যে সবগুলো উপাদান একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন ।
ভাবে মিশে যাবে তখন ব্রাশের সাহায্যে ত্বকের মধ্যে এপ্লাই করতে হবে ।
এটি এপ্লাই করার পর ২০ মিনিট ত্বকের মধ্যে রেখে দিন।
২০ মিনিট পর ত্বক পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে ।
নোটঃ
১। মুলতানি মাটির এই ফেসপ্যাকটি সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারবেন
২। যাঁদের ত্বক অয়েলি তারা ভিটামিন ই অয়েল এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করবেন ।
ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করার জন্য নিয়মিত এই ফেইসপ্যাকটি ব্যবহার করুন ।