প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চায় মুলতানি মাটি অনেক বড় ভূমিকা রেখে আসছে। মুলতানি মাটির সঠিক ব্যবহার আমাদের রূপচর্চা কে কয়েকগুণ এগিয়ে নিতে পারে। স্বাভাবিক ও মিশ্র ত্বকের জন্য মুলতানি মাটি খুব বেশি কার্যকরী একটি উপাদান। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব স্বাভাবিক ও মিশ্র ত্বকের উপযোগী মুলতানি মাটির বিশেষ কিছু ফেসপ্যাক, যা আপনি খুব সহজেই ঘরে বসে তৈরি করতে পারবে।
মুলতানি মাটি ও মধুর ফেসপ্যাক
সবার প্রথমে তিন চামচ মুলতানি মাটির গুঁড়ো নিন।
তারপর এর সাথে অ্যাড করুন তিন চামচ গোলাপজল।
সর্বশেষ এর সাথে অ্যাড করতে হবে দুই চামচ মধু।
উপাদান গুলো খুব ভালো ভাবে মিশিয়ে নিন। যখন উপাদান গুলো খুব ভালোভাবে মিশে যাবে তখন একটি তুলোর প্যাড এর সাহায্যে আপনার সমস্ত মুখমন্ডলে ভালভাবে লাগান। 15 মিনিট পর প্রথমে হালকা গরম পানিতে তারপর ঠাণ্ডা পানিতে তো ভালোভাবে ধুয়ে ফেলুন।
মুলতানি মাটি ও বেসনের ফেসপ্যাক
সবার প্রথমে দুই চামচ মুলতানি মাটির গুঁড়ো নেই।
তার সাথে এড করুন 2 চামচ বেসন।
তারপর অ্যাড করতে হবে এক চামচ পাতিলেবুর রস।
সবার শেষে এই সাথে পরিমাণ মতো গোলাপজল এড করুন।
এরপর উপাদানগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। উপাদানগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে তুলোর প্যাড বা ব্রাশের সাহায্যে আপনার মুখমণ্ডলে ভালভাবে লাগান। 20 মিনিট পর মুখ ভালভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলুন
মুলতানি মাটি ও শসার মাক্স
সবার প্রথমে দুই চামচ মুলতানি মাটির গুঁড়ো নিন,
এর সাথে অ্যাড করতে হবে 1 চামচ শশার রস।
তারপর অ্যাড করতে হবে দুই চামচ মধু।
সর্বশেষ দুই চামচ কাঁচা তরল দুধ দিয়ে উপাদানগুলোকে খুব ভালোভাবে মিক্স করে ফেলুন।
এই প্যাকটি ভালোভাবে মিক্স হয়ে গেলে আপনার চেহারায় একটি ব্রাশের সাহায্যে এপ্লাই করুন। এপ্লাই করার 20 মিনিট পর ত্বক খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মুলতানি মাটি ও ডিমের ফেসপ্যাক
প্রথমে একটি ডিমের শুধুমাত্র কুসুমটি নিতে হবে।
তারপর এর সাথে অ্যাড করবো দুই চামচ মুলতানি মাটির গুড়ো।
সাথে আরো অ্যাড করব এক চামচ চন্দনগুঁড়ো।
সর্বশেষ প্রয়োজনমতো গোলাপজল অ্যাড করে উপাদানগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে।
এরপর উপাদানগুলোকে খুব ভালোভাবে আপনার মুখে এপ্লাই করে নিন। এপ্লাই করার 20 মিনিট পর আপনার মুখ ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিন।
Note:
বন্ধুরা আশা করছি এই কিছু মুলতানি মাটির ফেসপ্যাক আপনার স্বাভাবিক ও মিশ্র ত্বকের জন্য খুব ভালো ফলাফল দিবে। মনে রাখবেন সব গুলা ফেসপ্যাক ব্যবহার করার পর আপনার চেহারার খুব ভালোভাবে শুষ্ক কোন কাপড় দিয়ে মুছে নিতে হবে।
এই সবগুলি দেখি ভাল রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে অন্তত 3 দিন ব্যবহার করতে হবে। এই ফেসপ্যাক গুলাতে সবগুলাই ঘরোয়া রেমিডি ব্যবহার করার কারণে আপনার মুখে কোন ধরনের side-effect আসার সম্ভাবনা নেই। আপনারা মুলতানি মাটি যে কোন কসমেটিকসের দোকানে পেয়ে যাবেন।