মুখ ফর্সা করার সব থেকে সহজ উপায় ? Best Bangla beauty tips

গায়ের রং উজ্জ্বল হোক, এই প্রত্যাশা প্রায় সবারই। আবার এই ভাবনাকে একধাপ এগিয়ে রাখতে অনেকে বাজার থেকে বিভিন্ন ‌‘রং ফর্সাকারী’ক্রিম কিনে এনে ব্যবহার করেন।  এতে ত্বক সাময়িকভাবে ফর্সা হলেও ত্বকের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যায়। তাই এক্ষেত্রে ঘরোয়া রেমেডি দিয়ে ত্বকের যত্ন নেওয়া উত্তম ।     

কারণ নিজের ত্বকের ধরন বুঝে প্যাক তৈরি করলে ত্বকের ক্ষতি হবার সম্ভবনা থাকে না। ঘরে থাকা পরিচিত ও উপকারী উপাদানের মাধ্যমে নিয়মিত ত্বকের যত্ন নিলে খুব সহজেই ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। 

নিজেদের ত্বককে ফর্সা করতে হলে প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে একটুখানি সময় বের করে ঘরের মধ্যেই রেমেড়ি তৈরি করে নিজের ত্বকের যত্ন নিন। এতে ত্বক হয়ে উঠবে সুন্দর ও সতেজ ।  

ঘরেই তৈরি করে ত্বকের যত্ন নিতে পারবেন এমন একটি রেমিডি আপনাদের সাথে শেয়ার করছি  । এই রেমিডি ব্যবহার করে খুব সহজেই কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করতে পারবেন । 

চলুন জেনে নেওয়া যাক মুখের রং উজ্জ্বল করার সহজ উপায়ঃ

ত্বক ফর্সা করবে গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাক

প্রয়োজনীয় উপকরণঃ

  • ১ চামচ ময়দা
  • ২ চামচ টকদই  ও
  • ৩ চামচ ২৪ ক্যারেট গোল্ড পাউডার 

তৈরি করার উপায়ঃ

  • একটি বাটি নিয়ে এর মধ্যে সব উপাদান দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন ।
  • ভাল করে মিশিয়ে নেওয়ার পর একটি ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করে নিন । 
  • এপ্লাই করার ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন । 
ত্বককে ফর্সা করতে গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাক

নোটঃ

১। এই রেমেড়িটি আপনি সপ্তাহে ৩ দিন ব্যবহার করুণ ।

Leave a Comment