বন্ধুরা আমরা সবাই মুখের জন্য কত কিছুই না করে থাকি । তাই আমাদের মুখের থেকে শরীরের রং কালো হয় । তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ত্বক ফর্সা করার সবচেয়ে বেস্ট স্কিন ফেয়ারনেস রেমিডি।
এটি এমন একটি দুর্দান্ত কার্যকর উপায় যার ব্যবহারে মুখের সাথে সাথে আপনার শরীরও ফর্সা হয়ে উঠবে । যেমন গলা , হাত-পা , গাড়, হাতের কনুই সবকিছুই দুধের মতো ফর্সা হয়ে যাবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন ।
তো বন্ধুরা আর অপেক্ষা না করে চলুন দেখিয়ে নিই কিভাবে এই ফেয়ারনেস রেমিডিটি তৈরি করবেন ।
প্রয়োজনীয় উপাদানঃ
দুই চামচ ময়দা
৫ চামচ আনারের রস
১ চামচ মধু
১ টি ভিটামিন ই
তৈরি ও ব্যবহারের নিয়মঃ
এই ফেসপ্যাকটি তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন একটি খালি প্লেইট এবং একটি আনার ।
এরপর আনারের খোসা ছাড়িয়ে নিন ।
আনার এর বিচিগুলো প্লেটের মধ্যে নিয়ে নিন। এরপর একটি বাটিতে ছাঁকুনি দিয়ে চামচের সাহায্যে রস গুলো বের করে নিন
এরপর সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন।
বন্ধুরা ফেসপ্যাক তৈরি হইলে একটি ব্রাশের সাহায্যে আপনি আপনার মুখের উপর এপ্লাই করে নিন । মুখে এপ্লাই করে ১৫ মিনিটের জন্য রেখে দিন ।
এরপর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ঘষে ঘষে তুলে ফেলে পরিস্কার জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন ।
নোটঃ
আপনি আপনার ত্বককে সবসময় সজীব গোলাপি ও গ্লোইং রাখতে চাইলে এই ফেসপ্যাকটি কে সপ্তাহে ২ থেকে তিন বার ব্যবহার করুন ।