মাত্র ৫ মিনিটে মুখের সব কালো দাগ,ছোপ দূর করুন এই সহজ উপায় টির মাধ্যমে…

ত্বককে ঝকঝকে কাঁচের মতো সুন্দর করে তুলতে আমরা সবাই পছন্দ করে থাকি। কিন্তু এইটা যদি হয় দাগযুক্ত তাহলে আমাদের সত্যি অনেক চিন্তার কারণ।

তাই আমরা চাই কত অল্প সময় এ আমাদের ত্বককে দাগহীন করে সুন্দর ও ফর্সা করে তোলা যায়। বন্ধুরা, খুব অল্প সময়ে মাত্র ৫ মিনিটের মধ্যে খুব সহজে আপনারা আপনাদের ত্বককে দাগহীন করে ত্বককে ফর্সা উজ্জ্বল ও চকচকে করে তুলতে পারবেন।

মুখের দাগ দূর করার উপায়

আজকে যেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই টিপসটি তৈরি করতে বা ব্যবহার করতে যে সকল উপকরণ গুলো আপনাদের লাগবে এই সকল উপকরণ গুলো কিন্তু আপনারা ঘরে বসে খুব সহজেই সংগ্রহ করে ফেলতে পারেন।

খুব সহজে মাত্র ৫ মিনিটে মুখের কালো দাগ দূর করবেন যে উপায়েঃ

যে সকল উপকরণ গুলো এখন আপনাদের দরকার তা হবে ………

  • ২ টেবিল চামচ নিমপাতার রস,
  • ২ টেবিল চামচ বেসন,
  • ২ চা চামচ মধু,
  • ২ চা চামচ লেবুর রস,
  • ১ চা চামচ কফি পাউডার,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • হাতের কাছে যদি আপনাদের গরুর দুধ অথবা টক দই থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়।
  • এই সকল উপকরণ একসাথে মিক্স করে দারুন একটি প্যাক তৈরি করে ফেলতে হবে আপনাকে।  
  • এই প্যাকটি তৈরি করে অন্ততপক্ষে ৫ মিনিট এই প্যাকটিকে দমে রাখতে হবে।
  • এই প্যাকটি মুখে লাগানোর আগে আপনাকে আরও একটি কাজ করে নিতে হবে তা হলো আপনার মুখ টাকে স্ক্রাব করে ফেলতে হবে।
  • বন্ধুরা স্ক্রাবিং করলে আমাদের ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে যায় পাশাপাশি যে সকল ব্যাকটেরিয়ার সংক্রমণে এমন হয়ে থাকে এবং দাগ গুলো হয়ে থাকে তা কিন্তু দূর করা অনেক বেশি সহজ করে দেয়।
  • এছাড়াও আমরা যদি স্ক্রাবিংয়ের কাজটি করে ফেলি আমাদের মুখের লোমের নিচে যে গর্ত গুলো থাকে অর্থাৎ লোমকূপ যার মধ্যে অতিরিক্ত পরিমাণে ধুলোবালি এবং ময়লা জমে থাকে তা আমাদের ত্বকে ব্রণের উপদ্রব বাড়িয়ে দেয়। এই সকল সমস্যাগুলো দূর হয়ে যাবে এর পাশাপাশি আমাদের ত্বকের নিচে যে কোষ রয়েছে যেগুলো আমাদের ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে এবং মেলানিনের উৎপাদনকে অনেকটা বাধাগ্রস্ত করে।
  • তাই আমাদের প্রথমে উচিত স্ক্রাবিংয়ের কাজটি করে নেওয়া। স্ক্রাবিংয়ের কাজটি করতে যে সকল উপকরণ গুলো হাতের কাছে রাখতে হবে………

২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা,

৩ টেবিল চামচ চিনি,

যেভাবে ব্যবহার করবেনঃ

মুখের দাগ দূর করার উপায়
  • চিনি এবং কাঁচা হলুদ বাটা একসাথে মিক্স করে লেবুর সাহায্যে আমরা যদি এই মিশ্রণটি মুখে লাগায়। এবং সার্কুলার মোশনে মুখে যদি ৫ মিনিট ধরে স্ক্রাপ করতে থাকি এবং এরপরেই ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলি তাহলে কিন্তু দারুন সুন্দর এবং চমৎকার একটি স্ক্রাবিং হয়ে যাবে।
  • বন্ধুরা স্ক্রাবিংয়ের কাজ সমাপ্ত হবার পর আমরা যে প্যাকটি আগে তৈরি করে রেখেছিলাম এই প্যাকটি আমাদের মুখে লাগাতে হবে।
  • আমাদের মুখে লাগানোর পর ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলতে হবে।
  • বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না এই প্যাকটি ব্যবহারের মাত্র ৫ মিনিটের মধ্যে আপনার ত্বক কতখানি ফর্সা হয়ে যাবে।
  • বন্ধুরা এই ফর্সা ও দাগহীন ত্বক দীর্ঘস্থায়ী রাখতে পারেন যদি এটি আপনি নিয়মিতভাবে ব্যবহার করেন।
  • আর একটি কথা বলে রাখা ভাল এই প্যাক টি কতটা কার্যকরী তা আপনারা অবশ্যই ব্যবহারের পরে বুঝবেন। কিন্তু যারা অলরেডি এটি ব্যবহার করে ফেলেছে তাদের কাছ থেকে কিন্তু আপনারা তাদের অভিজ্ঞতার শুনতে পারেন।

সবচেয়ে কম সময়ে ত্বক কে দাগহীন করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে প্রাকৃতিক উপকরণ এর সমন্বয়ে যে সকল প্যাক তৈরি করা হয় তার মধ্যে কিন্তু আজকে যে প্যাক টি আপনাদের সাথে শেয়ার করলাম এই প্যাকটি শ্রেষ্ঠ। যা আপনারা ব্যবহার করার পরেই বুঝতে পারবেন।

তাহলে বন্ধুরা, দাগযুক্ত ত্বক নিয়ে চিন্তিত না হয়ে এবং ত্বককে ফর্সা করা নিয়ে হতাশায় না ভোগে আমাদের দেওয়া এই টিপসটি ব্যবহার করে ফেলুন। আর ফলাফল কেমন হয় তাই নিজেরা উপভোগ করুন।