তিনদিনের মধ্যেই মুখের কালো দাগ সরানোর উপায়

 

আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেসপ্যাক শেয়ার করব এই ফেসপ্যাকটি নিয়ম মেনে নিয়মিত ব্যবহার করলে আপনি আপনার মুখ থেকে সব ধরনের কালো দাগ , ব্রন ও ব্রনের দাগ, রোদে পোড়া দাগ দূর করার পাশাপাশি বয়সের ছাপ দূর করতে পারবেন ।

এর ব্যবহারে আপনার ত্বক আগের থেকে অনেক বেশী ইয়াং হয়ে উঠবে। এর পাশাপাশি এই ফেসপ্যাকটি ত্বক থেকে কালো দাগকে দূর করে দিয়ে ত্বককে ফর্সা করে তুলবে। 

এছাড়াও এটি ত্বককে করে তুলবে নরম কোমল মসৃণ দীপ্তময়। 

বন্ধুরা চলুন তাহলে জেনে নিন কিভাবে এই রেমেডি তৈরি করতে হবে । 

মুখের কালো দাগ সরানোর উপায়টি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

এক চামচ চালের গুঁড়া

আধা চামচ হলুদ গুঁড়া

 

কাঁচা দুধের উপকারীতা

চার চামচ কাঁচা তরল দুধ 

মুখের কালো দাগ সরানোর উপায়টি তৈরি করার নিয়মঃ 

এটি করার জন্য সর্বপ্রথম একটি পরিষ্কার বাটি লাগবে ।

এবার বাটির মধ্যে সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। 

মুখের কালো দাগ সরানোর উপায়টি ব্যবহার বিধিঃ

বন্ধুরা এটি যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন পরিস্কার হাত বা ব্রাশের সাহায্যে মুখের উপর এপ্লাই করে নিন । 

এটি ত্বকে এপ্লাই করার পর ত্বক শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন ।  

ফেসপ্যাকটি পুরুপুরি শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। 

নোটঃ 

ফর্সা মসৃণ ত্বক পেতে চাইলে তাহলে এই ফেসপ্যাকটিকে সপ্তাহে ৩ বার ব্যবহার করুন।  

সময়ের অভাবে সপ্তাহে ৩ বার ব্যবহার করতে না পারলে অন্তত একবার হলেও ব্যবহার করুন ।   

Leave a Comment