ত্বকের মধ্যে অনেক কিছু ব্যবহার করার পরও যেন মনে হচ্ছে মুখের কালোদাগ দিন দিন বেড়েই চলছে। মুখের এই কালোদাগ নিয়ে আমাদের সবার যেন দুঃচিন্তার শেষ নেই। প্রকৃতপক্ষে মুখের কালোদাগ দূর করার জন্য আমাদের উচিত নিয়মিত ত্বকের যত্ন নেওয়া । আর ত্বকের যত্ন নেবার জন্য যদি প্রাকৃতিক উপাদান ব্যবহার করা যার তাহলে কোন সাইড ইফেক্ট থাকে না। বন্ধুরা আমি আপনাদের দুঃচিন্তা দূর করার প্রাকৃতিক উপাদান মিষ্টি কুমড়া দিয়ে ফেসপ্যাক বানিয়ে দেখাব। এটি ত্বকের কালোদাগ দূর করে ত্বককে ফর্সা করতে সাহায্য করবে।
মিষ্টি কুমড়ার ফেসপ্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
- মিষ্টি কুমড়ার পেষ্ট – ২ চামচ
- সেদ্ধ করা আলুর পেষ্ট – ২ চামচ
- ক্যাসটর অয়েল – ১/২ চামচ
- ভিটামিন ই – ১ টি
ধাপঃ
- মিষ্টি কুমড়া টুকরো করে কেটে ব্লেন্ড করে নিতে হবে।
- আলু সেদ্ধ করার পর ব্লেন্ড করে পেষ্ট বানিয়ে নিতে হবে।
- এরপর মিষ্টি কুমড়ার পেষ্ট, সেদ্ধ করা আলুর পেষ্ট , ক্যাসটর অয়েল ও ভিটামিন ই একসাতে নিয়ে মিক্স করে নিতে হবে।
- স্মোথ পেষ্ট তৈরি হয়ে যাবার পর এটিকে ত্বকের উপর এপ্লাই করতে হবে।
- প্যাকটি এপ্লাই করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- প্যাকটি শুকিয়ে গেলে ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে।
ফেসপ্যাক কাজ করার কারণঃ
মিষ্টি কুমড়া :
মিষ্টি কুমড়াকে আমরা সবাই একটি সুস্বাদু সবজি হিসেবেই চিনি।কিন্তু আমরা অনেকেই জানিনা যে এই কুমড়া ব্যবহার করে আমরা পেতে পারি সুন্দর আর উজ্জ্বল ত্বক। মিষ্টি কুমড়ার মধ্যে এ্যানজাইম এবং আলফা হাইড্রোক্সি এসিড রয়েছে যা স্কিন সেল প্রোডাকসনকে বোষ্ট করে ত্বককে ব্রাইট এবং স্মোথ করে তুলে ।এছাড়াও এটি ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বকের এইজিং প্রসেসকে স্লো করায় ত্বকে সবসময় ইয়ারগার লোকিং থাকে
আলুঃ
ত্বকের দাগছোপকে দূর করার জন্য আলু সবচেয়ে বেশি উপকারি ।কেননা আলুর মধ্যে থাকে প্রাকৃতিক ব্লিচিং প্রোপার্টিচ যা আমাদের ত্বক হতে দাগ ছোপকে ধীরে ধীরে হালকা করতে সাহায্য করে।
ভিটামিন ইঃ
ভিটামিন ই ত্বকের ডার্ক সার্কেলস্কে remove করে দিয়ে ত্বককে ফর্সা করে তুলবে। এছাড়াও এটি ত্বক হতে মৃতকোষ দূর করে ত্বককে নরম করে তোলে এবং ত্বককে সুস্থ রাখতে অনেক ভালো কাজ করে।
এই প্যাকটি ত্বকের দাগছোপকে দূর করার জন্য বেশ উপকারি হবে।