মাত্র এক সপ্তাহে 100% ফর্সা ও উজ্জ্বল ত্বকের জন্য মিষ্টি কুমড়ার ফেসপ্যাক

মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। শুধুমাত্র নিজেদের ত্বকের সৌন্দর্য জন্যই আমরা  কত কিছুই না করে থাকি। কিন্তু আমাদের ত্বকে সৌন্দর্যের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হলো ত্বকের বলিরেখা।। এ বলিরেখা নিয়েই আমরা অনেকেই খুব বেশী চিন্তিত।

জেনে খুশি হবেন সম্পূর্ণ প্রাকৃতিক সবজি মিষ্টি কুমড়া তপ রয়েছে বলিরেখা সম্পূর্ণভাবে দূর করার উপায়।। যারা বলিরেখা নিয়ে চিন্তিত তাদের জন্যই  এই আলোচনা। তাহলে চলুন  বন্ধুরা দেখে নেয়া যাক বলিরেখা দূর করতে মিষ্টি কুমড়ার অত্যন্ত কার্যকরী কিছু ফেইসপ্যাক।

 বলিরেখা কি এবং কেন হয়?

 মানুষের বয়স হলেই ত্বকের কোষের ক্ষমতা হ্রাস পায়।ফলে এনজাইমের কাজ করা কিছুটা বন্ধ করে দেয় এবং এর ফলেই কোষগুলো সংকুচিত হয়ে কিছু রেখার সৃষ্টি করে। রেখাগুলো বিশেষ করে আমাদের চেহারাতেই ফুটে ওঠে। ঐ সমস্ত দাগ বা রেখা গুলোকেই সাধারণত বলি রেখা বলা হয়।

 বলিরেখা কি এবং কেন হয়?

বলিরেখা হওয়ার কারণঃ

 বিভিন্ন কারণেই মানুষের শরীরে বলিরেখা দেখা দিতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হচ্ছেঃ

  •  অত্যধিক মানসিক চাপ।
  •  অতিরিক্ত ধূমপান।
ঠোঁটের উপরের কালো দাগ দূর করার উপায়
  •   বয়স বৃদ্ধি জনিত কোষ ঘটিত সমস্যা।
  •  অনিয়মিত খাদ্যাভাস।
  •   ত্বকের অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাব।
  •  অতিরিক্ত রোদে পোড়ার প্রভাব।

★বলিরেখা দূর করতে মিষ্টিকুমড়ার অত্যন্ত কার্যকরী কিছু ফেইসপ্যাকঃ

 মিষ্টি কুমড়া মধু এবং গোলাপ জলের ফেসপ্যাকঃ

 আধা কাপ কাঁচা মিষ্টি কুমড়ার গুড়ো, 1 চা চামচ অপরিশোধিত মধু, 1 চা চামচ গোলাপজল এবং একটি ডিম কোন একটি পাত্রে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে বলিরেখা দূর করতে মিষ্টি কুমড়ার অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক।

মিষ্টিকুমড়ার অত্যন্ত কার্যকরী কিছু ফেইসপ্যাক

 মিষ্টি কুমড়া এবং মুলতানি মাটির ফেসপ্যাকঃ

 2 চা চামচ মিষ্টি কুমড়ার গুড়ো 2 চা চামচ মুলতানি মাটি এবং 1 চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করুন বলিরেখা দূর করতে অত্যন্ত কার্যকরী এই মিষ্টি কুমড়ার ফেসপ্যাকটি।

 মিষ্টি কুমড়া বেসন এবং হলুদের গুড়ার ফেসপ্যাকঃ

2 চা চামচ মিষ্টি কুমড়ার গরু একটা চামচ বেসন এবং একটা চামচ কাঁচা হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। এতেই তৈরি হয়ে যাচ্ছে  অত্যন্ত কার্যকরী মিষ্টি কুমড়ার ফেসপ্যাক।

 মিষ্টি কুমড়া এবং দুধের সরের ফেসপ্যাকঃ

 4 চা চামচ দুধের সর এর সাথে 2 চা-চামচ মিষ্টি কুমড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন মিষ্টিকুমড়ার এই ফেসপ্যাকটি।

মিষ্টি কুমড়া এবং ভিনেগারের ফেসপ্যাকঃ

২ চা চামচ মিষ্টি কুমড়াার গুড়ো  সাথে২ চা চামচ আপেল সিডার ভিনেগার ও ১ চা চামচ চিনি

।ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করুন বলিরেখা দূর করতে অত্যন্ত কার্যকরী মিষ্টি কুমড়ার এই ফেসপ্যাকটি।

ত্বক ফর্সা করার গোপন টিপস

★★ত্বকের  বলিরেখা দূরীকরণে ভালো ফল পেতে যেভাবে মিষ্টি কুমড়ার ফেসপ্যাক গুলো ব্যবহার করবেনঃ

  •  ব্যবহারের পূর্বে আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
  •  ব্যবহারের সুবিধার্থে মিশ্রন গুলো ভালোভাবে ব্লেন্ড করে নিন।
  • নরম কিছু যেমন তোলা বা মুখের ব্রাশ দিয়ে আপনার ত্বকে মিষ্টি মিষ্টি কুমড়ার ফেস প্যাক গুলো  ভালোভাবে মালিশ করুন।
  • সাথে সাথে  না ধুয়ে ফেলে ফেসপ্যাকটি শুকানোর জন্য কম করে হলেও 15 থেকে 20 মিনিট সময় দিন।
কাঁচা হলুদের টিপস
  •  মিষ্টি কুমড়ার ফেসপ্যাকটি সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
  •  ভালো ফলাফল পেতে চাইলে সপ্তাহে চার থেকে পাঁচবার এই  মিষ্টি কুমড়ার  ফেসপ্যাক গুলো ব্যবহার করুন।
  • মিষ্টি কুমড়া আপনার ত্বকের জন্য এলার্জিক হলে। ফেসপ্যাক গুলোর ব্যবহার বন্ধ করুন।

★★ বলিরেখা দূর করতে মিষ্টি কুমড়ার ফেসপ্যাক গুলো ব্যবহারের উপকারিতাঃ

  •  মিষ্টি কুমড়া তে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের পোড়া, দাগ, বলিরেখা, এবং অন্যান্য কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী।
  •  মধুতে বিদ্যমান উপাদান আপনার ত্বককে করে তোলে টানটান এবং আকর্ষণীয়।
  •  মুলতানি মাটি আপনার ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে আপনার ত্বকে নিয়ে আসে সজীবতা।
milk and turmeric for skin
  •  কাঁচা হলুদের বিদ্যমান উপাদান আপনার ত্বককে গভীর থেকে ফর্সা করে তোলে এবং ত্বকে বিদ্যমান সব ধরনের বলিরেখা দূর করতে সহায়তা করে। ত্বককে করে তোলে উজ্জ্বল এবং ফর্সা।
  •  বলিরেখা দূরীকরণে দুধের সর অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।
  •  গোলাপজল আপনার ত্বকের গভীরে গিয়ে ত্বকের লোম কোষের শক্তি যোগায়। এর ফলে ত্বক বুড়িয়ে যাওয়া থেকে বেঁচে যায় এবং বলিরেখা দূর হয়।
  •  মিষ্টি কুমড়ার ফেসপ্যাক গুলো আপনার ত্বককে করে তোলে সতেজ ও সজীব কোমল এবং আকর্ষণীয়।

বলিরেখা ও দাগমুক্ত, সজীব, সতেজ, প্রাণবন্ত এবং আকর্ষণীয় ত্বকের জন্য মিষ্টি কুমড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান ।  সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ঘরে বসেই এই ফেস্প্যাক গুলো তৈরি করতে পারবেন।

বলে এতে পার্শ্বপ্রতিক্রিয়ার কোন ভয় থাকে না।  তাই সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে নিজেদের ত্বকের বলিরেখা দূর করে ত্বককে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করুন আমাদের  মিষ্টি কুমড়ার তৈরি  ফেসপ্যাক গুলো। ।নিজের সৌন্দর্যকে উপভোগ করুন।

 ধন্যবাদ

Leave a Comment