মাত্র ৫ মিনিটে মুখের দাগ স্পট দূর করার সহজ উপায়

0
3535
মুখের কালো স্পট দূর করার উপায়

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব Dark spot Removal ফেইসপ্যাক ।এই অসাধারণ ফেইসপ্যাকটির সাহায্যে মুখের সব রকমের কালো দাগছোপ একেবারে দূর করতে পারবেন । তাছাড়া এই ফেইসপ্যাকটি দাগছোপকে দূর করার সাথে সাথে ত্বককে স্বচ্ছ, উজ্জ্বল ও ফর্সা করে তুলবে।

তো বন্ধুরা চলুন দেখে নিই কিভাবে এই অসাধারণ ফেইসপ্যাকটিকে বানাতে হয়।

প্যাকটি বানাতে একটি বাটিতে

  • 2 চামচ কফি পাউডার নিন

কফিতে কেফেইন ও অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি ত্বক হতে মৃত কোষ দূর করে ত্বককে ফ্রেস ও ইয়াং করে তুলবে।

এরপর এরসাথে

  • ১ চামচ বেসন
  • ৩ চামচ টক দই
  • ও ১ টি ভিটামিন ই নিয়ে এদেরকে খুব ভালোকরে মিক্স করে স্মোথ পেষ্ট বানিয়ে নিতে হবে ।

আমাদের ত্বকের মধ্যে সারা দিনে জমে থাকা ধুলো ময়লাকে ত্বক হতে  দূর করে ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলার জন্য বেসন ত্বকের মধ্যে অসাধারণ কাজ করে থাকে। বেসনের মধ্যের  consistable element গুলো স্কিন টোন সমান করে  স্কিন কালার ব্ল্যালেন্স করে স্কিন এ অন্যরকম একটি গ্লো নিয়ে আসে।

উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে।

 ৫ মিনিটে মুখের দাগ স্পট দূর করার সহজ উপায়

এটিকে ত্বকের উপর apply করে নিন ।

মুখের কালো দাগ দূর করার উপায়

ত্বক হতে কালোদাগ, বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করতে দইয়ের কোন তুলনায় হয়না । দইয়ের মধ্যে থাকা ভিটামিন বি 5 ত্বক হতে দাগকে সরিয়ে দেয় আর দইয়ের মধ্যে থাকা রাইবো ফ্লেবিন ত্বক ইয়াং ও গ্লোয়ি করে তুলবে ।    

প্যাকটি মুখে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুণ।

প্যাকটি ত্বকের উপর পুরুপুরি শুকিয়ে যাওয়ার পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here