মাত্র ১৫ মিনিটে ত্বক ফর্সা করুণ ম্যাজিকের মত |ত্বক ফর্সা করার উপায়

বন্ধুরা, আজকে আমি আপনাদেকে এমন একটা দুর্দান্ত কার্যকর স্কিন হোয়াইটেনিং রেমেড়ি বানানো দেখাবো,যেটা ব্যবহার করলে ত্বককে সকল ধরণের problem থেকে মুক্ত রেখে খুব সহজে আপনারা আপনাদের ত্বককে চকচকে উজ্জ্বল ও ফর্সা করতে পারবেন।

ব্রণ দূর করার ফেসপ্যাক

এটা খুব তাড়াতাড়ি ত্বক ফর্সা করার উপায়। এই রেমেড়িটি মাত্র ১৫ মিনিটে ত্বককে ম্যাজিকের মত ফর্সা করতে পারবেন। আর এটা কিছুদিন ব্যবহার করলে আপনাদের ত্বক দাগছোপহীন ঝকঝকে ফর্সা আর উজ্জ্বল হয়ে ওঠবে। এছাড়াও এই রেমেড়িটি ব্যবহারে ত্বক হতে বয়সের ছাপ ও কালো রং দূর হয়ে ত্বক হয়ে উঠবে টানটান ও গ্লোয়িং।  

ত্বককে ফর্সা , উজ্জ্বল ঝকঝকে করার এই রেমেড়িটিকে কিভাবে বানাতে হবে ও ব্যবহার করতে হবে চলুন তা জেনে নিই ।  

রেমেড়িটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

  • ২ চামচ – চালের গুড়া
  • ১ চামচ – মসুর ডালের পেষ্ট
আলুর ফেসপ্যাক
  • ১ চামচ – আলুর পেষ্ট
  • ২ চামচ – আনারের রস ও
ত্বক দুধের মত ফর্সা কর উপায়
  • ১ চামচ – গোলাপজল ।

রেমেড়িটি কিভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

ধাপঃ

১. প্রথমে একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান এক সাথে নিয়ে নরম পেষ্ট তৈরী করার জন্য উপাদানগুলোকে খুব ভাল করে মিশিয়ে নিন।

কালো মেয়ের ফর্সা হওয়ার উপায়

২. সবগুলো উপাদান একসাথে মিশে গেলে ব্রাশের সাহায্যে এটিকে মুখে লাগিয়ে নিন।

৩.রেমেড়টি ত্বকের মধ্যে লাগিয়ে রেখে ১৫ মিনিট অপেক্ষা করুণ।

৪. ১৫ মিনিট পর পরিস্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কাজ করার কারণঃ

চাল ও মসুর ডালঃ

চাল ও মসুর ডালের মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট থাকে যা রোদে ট্যানপড়ে যাওয়া থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের দাগছোপকেও দূর করে। এছাড়াও আমাদের ত্বকের এইজিং প্রসেসকে স্লো করে দেয়, যার ফলে ত্বক থেকে প্রায় 10 বছর পর্যন্ত বয়সের ছাপ কমে যায় আর ত্বক উজ্জ্বল, টানটান ও মসৃণ হয়।

আলুঃ

এই রেমেড়িটির মধ্যে আলুর পেষ্ট আছে।

আলু আমাদের ত্বকের ভিবিন্ন ধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ ও পিগমেন্টেশনকে অনায়াসে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে।     .

নোটঃ

১) খুব ভালো ফলাফলের জন্য সপ্তাহে ৩ বার ব্যবহার করুণ।

২) রেমেড়িটি এপ্লাই করার সময় খেয়াল রাখবেন এটি চোখে ও ঠোঁটে যেন না লাগে।

ব্রণ দূর করার উপায়

এই রেমেড়িটি ত্বকের সব ধরণের সমস্যাকে দূর ত্বককে ময়শ্চারাইজ করার সাথে সাথে দাগছোপহীন ,কোমল ও ফর্সা করে তুলবে। ত্বককে দাগছোপহীন ফর্সাজ্জ্বোল রাখার জন্য এটিকে ব্যবহার করুণ।