বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি মিরাকেল স্কিন হোয়াইটেনিং ফেইস প্যাক যার মাধ্যমে আপনারা ঘরোয়া উপায়ে চেহারাকে মাখনের মত ফর্সা করতে পারবেন ।
এবং এই ফেসপ্যাকটি ত্বকের কালো দাগ ছোপকে দূর করে দিয়ে ত্বককে করে তুলবে তুলতুলে মাখনের মত নরম।
চলুন ফেসপ্যাকটি তৈরি করে নিই।
ফেসপ্যাকটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
একটি আলু সেদ্ধ

এক চামচ টক দই
এক চামচ বেসন
১\২ চামচ মধু

১\২ চামচ লেবুর রস
ফেসপ্যাকটি তৈরির তৈরি করার পদ্ধতিঃ
এই মিরাক্কেল স্কিন হোয়াইটেনিং ফেইসপ্যাকটি তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে একটি আলু। এরপর আলুকে খুব ভালোভাবে ধুয়ে এটিকে সিদ্ধ করে নিতে হবে ।
সিদ্ধ করে নেওয়ার পর এটির খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে অথবা চামচের সাহায্যে এটিকে ম্যাস করে নিন।
এরপর সবগুলোউপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন ।
ফেসপ্যাকটি ব্যবহার করার নিয়মঃ
বন্ধুরা মিরাকেল স্কিন হোয়াইটেনিং ফেইসপ্যাক খুব ভালোভাবে তৈরি হয়ে গেলে আপনার হাতের সাহায্যে মুখে লাগিয়ে নিন ।
মুখে দেওয়ার পর 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন।

30 মিনিট পর যখন এটি শুকিয়ে আসলে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
মুখ ধোয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মুখ কতটা ফর্সা উজ্জ্বল দেখেন এবং তুলতুলে হয়ে এসেছে ।