রূপচর্চাকে আরো একধাপ এগিয়ে দিয়ে ত্বক ফর্সা, উজ্জ্বল ও দাগহীন করার জন্য আমি আবারোও হাজির হয়েছি মধু ও বেসনের ফেসপ্যাক নিয়ে। মধু ও বেসনের এই ফেসপ্যাকটি ত্বক হতে অতিরিক্ত তৈল, ময়লা , ব্রন ও ব্রনের দাগ দূর করে দিয়ে ত্বকে একটা সৌন্দর্য এনে দিবে।
বন্ধুরা, তাহলে চলুন মধু ও বেসনের ফেসপ্যাকটি তৈরি করে নিই ।
ফর্সা, দাগহীন ও উজ্জ্বল ত্বক পাবার জন্য মধু ও বেসনের ফেসপ্যাক তৈরি ও ব্যবহারের নিয়মঃ
প্রয়োজনীয় উপাদানঃ
- দুই চামচ – বেসন
- দুই চামচ – মধু
- এক চামচ – মিনারেল ওয়াটার এবং
- ১/২ (হাফ) চামচ -লেবুর রস
তৈরির ধাপঃ
- একটি পরিষ্কার বাটিতে সবগুলো উপাদান একসাথে নিয়ে ভালোভাবে মিশাতে হবে ।
- সব উপাদান মিশে স্মুথ পেষ্ট তৈরি হয়ে গেলে মুখ ভাল করে পরিষ্কার করে নিতে হবে।
- মুখে পরিষ্কার করার পর ফেসপ্যাকটি এপ্লাই করুন । ফেসপ্যাকটি এপ্লাই করে ২০ মিনিট অপেক্ষা করুন । ২০ মিনিট পর গরম পানিতে সুতার কাপড় বা রুই ভিজিয়ে মুখ মুছে ফেলুন ।
- এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
ফেসপ্যাকটি ত্বকের মধ্যে কেন কাজ করবেঃ
বেসনঃ
আমাদের ত্বকের মধ্যে সারা দিনে জমে থাকা ধুলো ময়লাকে ত্বক হতে দূর করে ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলার জন্য বেসন ত্বকের মধ্যে অসাধারণ কাজ করে থাকে। বেসনের মধ্যে থাকা উপাদানগুলো স্কিন টোন সমান করে স্কিন কালার ব্ল্যালেন্স করে স্কিন এ অন্যরকম একটি গ্লো নিয়ে আসে।
মধুঃ
এই রেমেড়িতে মধু থাকায় মধুর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণু ও অন্যান্য জীবাণুর হাত থেকে ত্বককে রক্ষা করবে।
আর মধুর প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রোপার্টি ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে ত্বককে তুলতুলে নরম ও মুলায়েম রাখে।
লেবুঃ
লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচ রয়েছে যা ত্বককে অতিমাত্রাই ফর্সা করে তুলার জন্য পারদর্শী।
এছাড়াও লেবুর মধ্যে ভিটামিন সি ও সাইট্রিক এসিড পাওয়া যায় যা ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বককে ব্রাইট ও লাইটেন করে তুলে ।
নোটঃ
১। মিনারেল ওয়াটার না থাকলে পানি ফুটিয়ে ঠাণ্ডা করে ব্যবহার করবেন।
২। ফর্সা , দাগহীন ও উজ্জ্বল ত্বক পাবার জন্য মধু ও বেসনের এই ফেসপ্যাকটিকে সপ্তাহে ২ বা ৩ দিন ব্যবহার করুণ।
আমাদের মুখে ব্রণের মতো ছোট ছোট বিচি এবং এর থেকেই মুখে দাগের সৃষ্টি হয় । এই সমস্যাগুলো চেহারার সৌন্দর্যকে দিন দিন নষ্ট করে দেয়। আর মধু ও বেসনের এই ফেসপ্যাকটি চেহারার এসকল সমস্যা দূর করে চেহারাকে সকল দাগ থেকে মুক্তি দিয়ে আপনাকে করে তুলবে সুন্দর, দাগহীন চেহারার অধিকারী ।