মাত্র ১ বার ব্যবহারেই ব্রন ও ব্রনের দাগ দূর করার উপায়

অন্যান্য ত্বকের তুলনায় তৈলাক্ত ত্বকের অনেক বড় একটা সমস্যা হচ্ছে ব্রণ । তৈলাক্ত ত্বকে যেন এই সমস্যা ছাড়তেই চাইনা । তৈলাক্ত ত্বকের বন্ধুদের  জন্য আজ এমন একটি রেমেড়ি শেয়ার করছি যে রেমেড়িটি ব্যবহার করলে তৈলাক্ত ত্বকের ব্রণ সমস্যা পুরুপুরি দূর হয়ে যাবে ।

ত্বক হতে ব্রণকে চিরতরে দূর করতে এই রেমেড়িটি একবার হলেও ব্যবহার করুন ।

চলুন রেমেড়িটি তৈরি করে নিই ।

তৈলাক্ত ত্বকের যত্নে শসার রেমেডিঃ

উপকরণ সমূহঃ

  • আধা কাপ শসার রস।
  • 2 চা চামচ চন্দন পাউডার।
  • 1 চা চামচ মধু।
  • আধা চা চামচ লেবুর রস।
  • পরিমাণ মতো কাঁচা তরল দুধ।

রেমিড়ি টি  তৈরীর প্রক্রিয়াঃ

একটি পরিষ্কার পাত্রে প্রথমে শসার রস এবং চন্দন পাউডার ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

এবার অন্যান্য সব উপকরণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে গুলিয়ে তৈরি করে নিন তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করতে অত্যন্ত কার্যকরী একটি রেমেডি।

রেমেডিটি তৈলাক্ত ত্বকে ব্যবহারের প্রক্রিয়াঃ

  • প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।
  • পরিষ্কার তোলা অথবা কাপড়ের সাহায্যে সম্পূর্ণ মুখে রেমিড়ির মিশ্রণ ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
  • 5 থেকে 7 মিনিট ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো ভাবে ম্যাসাজ করুন।
  • 20 থেকে 25 মিনিট শুকানোর জন্য সময় দিন।
  • সম্পূর্ণ শুকিয়ে গেলে কুসুম গরম জলে তোলা ভিজিয়ে ঘষে ঘষে রেমেডি এর মিশ্রন তুলে নিন।
  • সবশেষে পরিষ্কার ঠান্ডা জলে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

ব্রণ সমস্যা দূর করা ছাড়াও তৈলাক্ত ত্বকে রেমেডিটি ব্যবহারের অন্যান্য উপকারিতাঃ

  • ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করবে।
  • স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখবে।
  • ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর করবে।
  • ব্ল্যাকহেডস,  হোয়াইটহেডস, ডার্ক সার্কেল দূর করবে।
  • ত্বকের কোষে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করবে।
  • ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে ত্বক কে দীপ্তিময় ও উজ্জ্বল করে তুলবে।

Leave a Comment