বন্ধুরা আমাদের অয়েল গ্রন্থিতে ইনফেকশন হলে ত্বকের মধ্যে ব্রণ হয় এবং আর ব্রণের দাগগুলো আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে যা আমাদের জন্য একদমই অনাকাঙ্ক্ষিত ।
তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমিডি শেয়ার করতে যাচ্ছি যে রেমিডিটিকে তিনবার ব্যবহার করলে আপনার ত্বক হতে সমস্ত ধরনের ব্রণ ও ব্রণের দাগ দূর হয়ে যাবে ।
বন্ধুরা চলুন কীভাবে এই রেমিড়িটি তৈরি করবেন তা দেখে নেওয়া যাক ।
ব্রন দূর করার রেমেড়িটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
দুই চামচ নিম পাতা গুড়া
দু’চামচ গাজরের পেস্ট
এক চামচ অ্যালোভেরা জেল
এক চামচ লেবুর রস
ব্রন দূর করার রেমেড়িটি তৈরি করার নিয়মঃ
এই প্যাকটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন একটি পরিষ্কার বাটি।
বাটির মধ্যে সব উপাদান দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এদের মিশিয়ে নিন ।
ব্রন দূর করার রেমেড়িটি ব্যবহার করার পদ্বতিঃ
এটি খুব ভালোভাবে মিশে আসলে একটি ব্রাশের সাহায্যে মুখের উপর এপ্লাই করুন ।
এপ্লাই করার পর 30 মিনিট পর্যন্ত আপনার মুখের উপর রেখে দিন।
এরপর আপনার মুখে যদি এই প্যাকটি শুকিয়ে আসে তাহলে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
মুখ ধুয়ে ফেলার পর নিজেই খেয়াল করতে পারবেন আপনাদের মুখ কতটা সুন্দর হয়ে গেছে। আর ব্রণের দাগ দূর হয়ে গেছে ।
বন্ধুরা আপনারা যদি খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই ব্রণের দাগ নিয়ে যেতে চান তাহলে এই রেমিড়িটি সপ্তাহে দুবার করে ব্যবহার করবেন ।