উজ্জ্বল ও ব্রণ মুক্ত ত্বক পাবার জন্য ১৫ মিনিটে ঘরে skin treatment করুণ

আমাদের ত্বকে যখন কোন সমস্যা বা ব্রণ দেখা দেয় তখন ত্বকের ট্রিটমেন্ট করার প্রয়োজন পড়ে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেসপ্যাক শেয়ার করছি যার সাহায্যে ঘরে বসেই ত্বকের ট্রিটমেন্ট করতে পারবেন । এই ফেসপ্যাকটি ত্বকের ট্রিটমেন্ট করার সাথে সাথে ত্বকের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করবে ।

ঘরে বসেই স্কিন ট্রিটমেন্ট ? নিশ্চয় আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না ?

চলুন ফেসপ্যাকটি তৈরি করে নিই।

উজ্জ্বল ও ব্রণ মুক্ত ত্বক পাবার ফেসপ্যাক তৈরি ও ব্যবহারের নিয়মঃ

ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

  • পাতা কপির রস – ২ টেবিল চামচ
ব্রণ মুক্ত ত্বক পাবার উপায়
  •  মধু                   – ১ টেবিল চামচ
  • গুঁড়ো ইস্ট         – ওয়ান থার্ড ( ১/৩) টেবিল চামচ
  • গোলাপজল       – ৬ টেবিল চামচ
ত্বক ফর্সা করার উপায়
  • ভিটামিন ই        – ১ টি

ফেসপ্যাক তৈরির ধাপঃ

প্রথমে একটি পাতাকপি নিয়ে কুচি কুচি করে কেটে ব্লেন্ড করে নিন।  ব্লাড করার সময় গোলাপজল দিয়ে ব্লেন্ড করতে হবে।

ব্লেন্ড করার পর ছাকনির সাহায্যে ছেঁকে পাতা কপির রস বের করে নিন।

এরপর একটি পাত্রে ভিটামিন ই  ছাড়া পরিমাণ মত সব উপাদান একসাথে নিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।

সবগুলো উপাদান খুব ভাল করে মিশে গেলে এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আবারো ভালো করে মিক্স করে নিতে হবে।

এরপর পর তুলার প্যাডের সাহায্যে প্যকটি মুখে লাগিয়ে নিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুণ ।

ত্বক ফর্সা করার উপায়

১৫ মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন ।

এই ফেসপ্যাকটি ত্বককে কিভাবে ট্রিট্মেন্ট করবেঃ

পাতা কপিঃ

পাতা কপির মধ্যে ভিটামিন এ , কে ও ভিটামিন সি  আছে যেগুলা চোখের নিচের কালো দাগ দূর করে ত্বককে টানটান করে । এছাড়াও পাতা কপির মধ্যে থাকা এন্টি- ইমপ্লেমেটরি প্রপোর্টি চোখের জ্বালা কমিয়ে আনে।

৭ দিনে ত্বক ফর্সা করার উপায়

মধুঃ

মধুতে আছে ব্যাকটেরিয়াল উপাদান যা ব্যাকটেরিয়ার আক্রমণের হাত থেকে ত্বককে রক্ষা করে। এছাড়াও মধু ত্বকে প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে।

ইস্টঃ

ব্রণ দূর করার ফেসপ্যাক

ইস্ট ত্বকের ব্রণের সমস্যা দূর করে ।  

ভিটামিন ইঃ

ভিটামিন ই ত্বককে সুস্থ রাখতে সহায়তা করে ।  

নোটঃ

১।ইস্ট যেকোনো গ্রোসারি স্টোরে পাবেন।

২। সপ্তাহে ১ বা ২ বার ব্যবহার করুণ।

বন্ধুরা, এই প্যাকটি ব্যবহার করার পর আপনারা দেখতে পাবেন মাত্র একবার ব্যবহারে ত্বক অনেক টানটান ও উজ্জ্বল হয়ে গেছে

Leave a Comment