বয়সের ছাপ ও ব্রণ দূর করে ত্বক ফর্সা করার ১০০% কার্যকর উপায়

আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেইসপ্যাক শেয়ার করব ,এই ফেইসপ্যাকটি নিয়মিত ব্যবহার করলে আপনি আপনার ত্বক হতে সব ধরণের কালো দাগ দূর করার পাশাপাশি বয়সের ছাপ ও ব্রণকে একেবারেই দূর করতে পারবেন।

মেছতার দাগ দূর করার উপায়

এর ব্যবহারে আপনার ত্বক আগের চেয়ে অনেক বেশি ইয়াং হয়ে উঠবে।

এই ফেইসপ্যাকটি ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দিবে এবং ত্বককে করে তুলবে নরম ,কোমল ও দীপ্তময়।   

বন্ধুরা চলুন তাহলে দেখেনি কিভাবে এই ফেইসপ্যাকটিকে তৈরি করতে হবে।

ফেইসপ্যাকটি তৈরি করতে যে যে উপকরণ লাগবেঃ

ব্রণের দাগ দূর করার উপায়

২ চামচ নিমের পাতার গুড়া

১ চামচ ময়দা

মেছতা দূর করার উপায়

১ চামচ লেবুর রস

১ টি ভিটামিন ই ও

ত্বক ফর্সা করার উপায়

স্মোথ পেষ্ট তৈরি করার জন্য পরিমাণমত কাঁচা তরল দুধ ।

ফেইসপ্যাকটি তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

এই ফেইসপ্যাকটি তৈরি করার জন্য একটি বাটিতে সবগুলো উপকরণ একসাথে নিয়ে খুব ভালোকরে মিশিয়ে নিতে হবে ।

উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে যাওয়া পর্যন্ত মিশাতে হবে ।

বয়সের ছাপ ও ব্রণ দূর করে ত্বক ফর্সা করার উপায়

উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় apply করুণ।   

এরপর প্যাকটি মুখে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুণ।

মুখের কাল দাগ দূর করার উপায়

প্যাকটি শুকিয়ে যাওয়ার পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।

ফেইসপ্যাকটি ত্বকে কাজ করার কারণঃ

নিমের পাতার গুড়াঃ

 নিমপাতার ফেসপ্যাক

নিমপাতার গুড়া আমাদের ত্বকের অয়েল প্রোডাকশনকে কন্ট্রোল করে আর ত্বকের প্রোসে জমে থাকা জার্মকেও নষ্ট করে দেয় যার ফলে ব্রণ দূর হয়।

ময়দাঃ

ময়দাতে রয়েছে Cleansing প্রোপার্টি যা ত্বক হতে বয়সের ছাপ ,বলিরেখা ও ত্বকের সমস্ত কালদাগকে দূর করে দিয়ে ত্বককে নিমিশেই ফর্সা করে তুলে।

 স্থায়ীভাবে ত্বক ফর্সা করার উপায়

আর ময়দা আমাদের ডমেজ স্কিনকেও রিপিয়ার করতে সাহায্য করে।

লেবুর রসঃ

লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচ থাকায় এটি আমাদের ত্বককে অতিমাত্রাই ফর্সা করে তুলার জন্য পারদর্শী।

শ্যামলা ত্বক ফর্সা করতে লেবু

এছাড়াও লেবুর মধ্যে ভিটামিন সি ও সাইট্রিক এসিড পাওয়া যায় যা ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বককে ব্রাইট ও লাইটেন করে তুলে । 

ভিটামিন ইঃ

ভিটামিন ই ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ও নরম করে তোলে।

কালো ত্বক ফর্সা করার উপায়

এছাড়াও এটি ত্বককে সুস্থ রাখতে অনেক ভালো কাজ করে।

দুধঃ

কালো ত্বক ফর্সা করার উপায়

দুধের মধ্যে  ল্যাকটিক এসিড আছে যা আমাদের ত্বক থেকে সবধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ ,রোদেপুড়া দাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে।

দাগ ছোপকে দূর করে দিয়ে ত্বককে খুব দ্রুত ফর্সা করার জন্য এটি দূর্দান্ত কার্যকর একটি ফেইসপ্যাক।

এটি শুধু মুখে নয় হাত ,পা এমন কি পুরু বডিতেও লাগাতে পারেন । এটি চেহাররার মত পুরু বডিকেও ফর্সা করে তুলবে ।

ত্বককে দাগছোপহীন ফর্সাজ্জ্বোল আর পুরু বডিকে ফর্সা রাখতে চাইলে এই ফেইসপ্যাকটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করবেন।   

মেছতা দূর করার উপায়

বন্ধুরা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই ফেইসপ্যাকটি ব্যবহার করার পর আমার ত্বক কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। আর তার সাথে সাথে ত্বক অনেকটা গ্লো করছে। আপনারা ত্বককে উজ্জ্বল ও ফর্সা করার জন্য এই প্যাকটিকে ট্রাই করুণ।

Leave a Comment