মুখে ব্রণের সমস্যায় ভোগেন অনেকেই। ব্রণ ভালো হওয়ার পর ও অনেকের মুখে দাগ থেকে যায়, যা চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয় । ধুলো-ময়লা, প্রখর রোদ ও দূষণের কারণে ত্বকে দেখা দেয় পিগমেন্টেশন সমস্যা।
এছাড়া ব্রণ বা অন্য কোনো রোগের কারণে ও ত্বকে দাগ হতে পারে। আরও বেশ কিছু কারণেও মুখে দাগছোপ দেখা দেয়। দাগ আটকানোর কিছু উপায় থাকলেও সব সময় তা কাজ করে না।
সুতরাং , বলা যায় মুখের দাগছোপ সাধারণ সমস্যার মধ্যেই পড়ে। তবে সতর্ক থাকতে হবে, এ দাগ যাতে মুখে বসে না যায় অর্থাৎ স্থায়ী হয়ে না যায়। এর জন্য খুব বেশি কাঠখড় পোড়ানোরও প্রয়োজন নেই। রান্নাঘরে থাকা নিত্য প্রয়োজনীয় উপাদান থেকেই মিলবে এর সমাধান।
চলুন দেখে নিই, রান্না ঘরে থাকা উপাদান দিয়ে কিভাবে ব্রণ-দূর-করার রেমেডিটি তৈরি করা যায়।
প্রয়োজনীয় উপাদানঃ
- ১/২ কাপ শসার জুস
- ১ চামচ বেসন ও
- ১ টি ভিটামিন – ই
তৈরি ও ব্যবহারের পদ্বতিঃ
- ১ টি শষা নিয়ে গ্রেন্ড করে নিন , এরপর ছাকুনির সাহায্য ছেঁকে রস বের করে নিন ,
- এরপর ১ বাটি নিয়ে এরমধ্যে শসার জুস , বেসন ও ভিটামিন – ই নিয়ে ভালো করে মিশিয়ে নিন ।
- ভালো করে মিশিয়ে নেওয়ার পর ১ টি ব্রাশের সাহায্য যে জায়গায় মেছতা আছে সে জায়গায় লাগিয়ে নিন ।
- লাগিয়ে নেওয়ার পর এই প্যাকটি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুণ ।
- এটি ভালভাবে শুকিয়ে এলে হাতে আস্তে আস্তে তুলে নিন ।
- এরপর মুখ ধুয়ে ফেলুন ।
নোটঃ
ভাল ফলাফল পাওয়ার জন্য এই উপকারি রেমেডিটি সপ্তাহে ২ দিন ব্যবহার করুণ।