আজ আমি আপনাদের সাথে এমন একটি স্কিন হোয়াইটেনিং রেমেডি শেয়ার করব , যার ব্যবহারে আপনার ত্বক এতটা গ্লোয়িং আর ফর্সা হবে যা দেখে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না।
আর এই উপায়টি আপনার ত্বক হতে ব্রণ ও ব্রণের দাগকে চিরতরে দূর করে দিবে । এটা এতটাই কার্যকর যার প্রথম ব্যবহারে আপনি অসাধারণ ফলাফল পাবেন।
এর মাধ্যমে খুব সহজে আপনি একটি সুন্দর ,উজ্জ্বল ও ফর্সা ত্বক পাবেন।
তো চলুন দেখে নেয়া যাক কিভাবে এ উপায়টিকে বানাতে হয়
ব্রণের দাগ দূর করে ত্বক ফর্সা করার ফেসপ্যাকঃ
প্রয়োজনীয় উপাদানঃ
২ চামচ নিমের পাতার গুড়া
১ চামচ শষার পেষ্ট
২ চামচ টক দই ও
১/২ চামচ হলুদ গুড়া
তৈরির ধাপঃ
এই ফেইসপ্যাকটি তৈরি করার জন্য একটি বাটিতে সবগুলো উপাদান একসাথে নিয়ে উপকরণ খুব ভালোকরে মিশিয়ে নিব।
উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে যাবে।
এরপর একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে apply করুণ।
প্যাকটি মুখে লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুণ।
প্যাকটি শুকিয়ে যাওয়ার পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।
কাজ করার কারণঃ
নিমপাতার গুড়াঃ
নিমপাতার গুড়া আমাদের মুখের সবরকমের কালো দাগছোপ দূর করে ত্বককে নিখুত করে তুলে ।
শষার পেষ্টঃ
শষার মধ্যে থাকা ভিটামিন এ ও বি 1 ত্বকের Open prose কে lock করে দিয়ে ত্বকের ডার্ক সার্কেলস্কে remove করে দিয়ে ত্বককে ফর্সা করে তুলবে। আর এটি চোখের চারপাশের কালো দাগ দূর করতে সাহায্য করে।
হলুদ গুড়াঃ
এই প্যাকটিতে আমি হলুদ ব্যবহার করেছি কারণ হলুদ আমাদের ত্বক হতে রোদে পুড়াকালো দাগ ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তু্লে।
আর হলুদের natural lightening property ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।
টক দইঃ
এই প্যাকটিতে আমি এই জন্য দই মিশিয়েছি , দইয়ের মধ্যে থাকা ভিটামিন বি ৫ ত্বক হতে কালো দাগ,বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে। আর দইয়ের মধ্যে বিদ্যমান রাইবো ফ্লেবিন ত্বকে নতুন কোষের গ্রোথ বাড়িয়ে দেয় যার ফলে ত্বক ইয়াং ও গ্লোয়ি হয়ে ওঠে ।
বন্ধুরা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই ফেইসপ্যাকটি ব্যবহার করার পর আমার ত্বক কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। আর তার সাথে সাথে ত্বক অনেকটা গ্লো করছে।
নোটঃ
ব্রণ ও ব্রণের দাগ দূর করে ত্বক ফর্সা করতে এই ফেসপ্যাকটিকে সপ্তাহে ৩ বার ব্যবহার করুন।
কমন কিছু প্রশ্ন ও তার উত্তরঃ
১। প্রশ্নঃ এই রেমেড়ি কি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে ?
উত্তরঃ এই রেমেড়িটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না ।
তো বন্ধুরা, আপনারা ত্বকের ব্রণ ও ব্রণের দাগ দূর করে ত্বককে ফর্সা করতে এই প্যাকটি ব্যবহার করতে পারেন ।