ব্রণ দূর করতে মাত্র একবার এই উপায়টি ব্যবহার করে দেখুন 100 % গ্যারান্টি ব্রণ দূর হবেই

মেয়েদের-মুখের-ব্রণের-দাগ-দূর-করার-উপায়

ব্রণ এবং ব্রণের দাগ দুটি বিষয়ই আমাদের ত্বকের সৌন্দর্যের জন্য হুমকি স্বরূপ। আমাদের ত্বকের স্বাভাবিক সৌন্দর্যকে মলিন করে দিতে একটি ব্রণ যথেষ্ট।

ছোট থেকে বড় নারী-পুরুষ প্রায় সব ধরনের লোক এই ব্রণ সমস্যায় ভুগছেন। অনেকেই কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে কেমিক্যাল যুক্ত প্রসাধনী ব্যবহারের পরেও ব্রণ সমস্যার সমাধান করতে পারছেন না তাদের জন্য একটি সহজ ঘরোয়া উপায় শেয়ার করছি যা ব্যবহার করলে আপনার ব্রণ সমস্যা চিরতরে সমাধান হবে।

হ্যা বন্ধুরা কিছু অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপাদান এর সাহায্যে তৈরি একটি ফেসপ্যাক ত্বকে ব্যবহার করলেই আপনার ত্বকের ব্রণ দ্রুত সময়ে চলে যাবে।

তাহলে চলুন দেখে একবার ব্যবহারে নেয়া যাক ব্রণ দূর করতে অত্যন্ত কার্যকরী ফেসপ্যাকটি তৈরি ও  তার ব্যবহার পদ্ধতিঃ

ব্রণ দূর করতে ফেইসপ্যাকটি তৈরির উপাদানসমূহঃ

  • ২ চামচ নিম পাতার পেস্ট।
  • ১ ডিমের সাদা অংশ।
  • ১ চামচ লেবুর রস।
  • আধা চা-চামচ কাঁচা হলুদের গুড়া।
ব্রণের দাগ দূর করার উপায় (5)

ব্রণ দূর করতে ফেইসপ্যাকটি তৈরির পদ্ধতিঃ

উপকরণ গুলি একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে ব্রণ নির্মূলে অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক।

ব্রণ দূর করতে ফেইসপ্যাকটি ব্যবহার পদ্ধতিঃ

  • প্রথমে আপনার ত্বকের জন্য উপযোগী ফেসওয়াশ অথবা ক্লিনজার দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।
  • একটি লেবু স্লাইস করে কেটে তাতে আধা চা-চামচ চিনি দিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত ঘষে ঘষে ত্বক পরিষ্কার করতে পারেন।
  • ত্বক অতিরিক্ত সেনসিটিভ হলে লেবুর পরিবর্তে টমেটো ব্যবহার করুন।
  • এরপর তুলা কিংবা মুখের ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটি মুখে লাগিয়ে নিন।
  • এটি লাগিয়ে 15 থেকে 20 মিনিট মিশ্রণটি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার জন্য সময় দিন।
  • এরপর কুসুম গরম জলে তোলা ভিজিয়ে অথবা গোলাপজলে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রণটি তুলে নিন।
  • সবশেষে পরিষ্কার ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
ব্রণের দাগ দূর করার উপায় (3)

ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের ফেসপ্যাকটির আরো উপকারিতাঃ

১। নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক দ্রুত উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠবে।

২। ব্রণের পাশাপাশি ত্বকের কালো দাগ ছোপ, চুলকানি, ফুসকুড়ি  দূর হবে।

৩। ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর হবে।

ব্রণের দাগ দূর করার উপায় (4)

৪। মৃত কোষ সমূহ ঝরে গিয়ে বিদ্যমান কোর্সসমূহ সতেজ থাকবে।

৫। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে। অতিরিক্ত শুষ্ক এবং অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাবে না।

ব্রণ দূর করতে এই ফেসপ্যাক ব্যবহার করার সাথে সাথে কিছু করনীয় বিষয়ঃ

  • প্রতিদিন পরিমাণমতো পানি খাবেন।
  • রোদ এবং ধুলাবালি থেকে এসেই ত্বক পরিষ্কার করে নিবেন।
  • যতটুকু সম্ভব তেলযুক্ত ফাস্টফুড খাবার পরিহার করো।
  • অপরিষ্কার হাতে ত্বক খোঁচাবেন না।
  • ত্বকে ময়লা জমে থাকতে দিবেন না।
ব্রণের দাগ দূর করার উপায় (2)

উপরে উল্লেখিত ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহারে দ্রুত সময়ে আপনার চেহারা থেকে ব্রণ দূর হবে। তাই কেমিক্যালযুক্ত নকল প্রসাধনী বাদ দিয়ে  আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে ব্রণ দূর করার জন্য ফেইস প্যাকটি ব্যবহার করুন।