৩ দিনে ব্রণ দূর হবেই ১০০% গ্যারান্টি|ব্রণ ও ব্রণের দাগ দূর করার সবথেকে কার্যকরী উপায়

বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অসাধারন একটি রেমেডি শেয়ার করব। এটি সহজ একটি ঘরোয়া পদ্ধতি যার সাহায্যে মাত্র ৩ দিনে ব্রণকে একেবারে দূর করতে পারবেন । 

ব্রণ দূর করতে ভাতের মাড়ের উপকারিতা

তাছাড়া এই রেমেডিটি শুধু ব্রণকে দূর করবে না বরং ব্রণের সাথে সাথে ব্রণের দাগ দূর করে ত্বককে পুরোপুরিভাবে স্বচ্ছ ও উজ্জ্বল করে তুলবে ।

এই রেমেড়িটি ৩ দিনে ব্রণ ও ব্রণের  দাগ দূর করার সবথেকে কার্যকরী উপায়।

তাহলে বন্ধুরা চলুন ব্রণের দাগ দূর করার সবথেকে কার্যকরী উপায়টি কিভাবে তৈরি করতে হবে তা দেখে নিই। 

ব্রণের দাগ দূর করার উপায়টি তৈরি করতে প্রয়োজনীয় উপাদানঃ

১ চামচ ময়দা

কাঁচা দুধের উপকারীতা

২ চামচ তরল দুধ

১ চামচ লেবুর রস 

ত্বক ফর্সা করার উপায়

১ টি ভিটামিন

ব্রণের  দাগ দূর করার উপায়টি তৈরি ও ব্যবহারের নিয়মঃ 

এটি তৈরি করার জন্য আমাদের লাগবে একটি বাটি । 

 বাটিরমধ্যে সব উপাদান গুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিন ।

এটাকে নাড়িয়ে নেওয়ার পর দেখবেন এটি পুরোপুরি ভাবে তৈরি হয়ে এসেছে ।

ত্বকের যত্নে বেকিং সোডার উপকারিতা

এরপর একটি ব্রাশের সাহায্যে আপনার মুখের ওপর লাগিয়ে নিন । 

প্যাকটি মুখে লাগিয়ে 20 থেকে 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন যেন প্যাকটি ত্বকে শুকিয়ে যায়।

প্যাকটি পুরোপুরিভাবে শুকিয়ে এলে এটিকে মুখের উপর আলতো ভাবে উপরের দিকে আস্তে আস্তে ঘষে তুলে নিল । 

ত্বক ফর্সা করতে বেসনের ফেসপ্যাক

প্যাকটি মুখে থেকে হাতে ঘষে তুলে নেওয়ার পর আপনার মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন । 

মুখ ধুয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আপনাদের মুখ আগের থেকে ফর্সা , উজ্জ্বল ও দাগহীন হয়ে উঠেছে ।

নোটঃ

বন্ধুরা আপনারা যদি এই রেমেডিটির ভালো রেজাল্ট চান তাহলে একদিন পরপর রেমেডিটি ব্যবহার করতে হবে ।

আর এভাবে টানা 3 দিন ব্যবহার করলে আপনার ব্রন ও ব্রনের দাগ সহ সব ধরনের দাগ নিমিষেই দূর হয়ে যাবে । 

Leave a Comment