ব্রণের দাগ দূর করে ত্বককে দুধের মত ফর্সা করার জন্য এই ফেসপ্যাকটি সেরা হবে

গাজেরর ফেসপ্যাক

ব্রণের দাগ দূর করে ত্বককে দুধের মত ফর্সা করার জন্য এই ফেসপ্যাকটি সেরা হবে

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দুধ ও গাজরের তৈরি এমন একটি ফেসপ্যাক শেয়ার করছি যার ব্যবহারে আপনাদের আর ফর্সা হওয়ার সাথে সাথে কাঁচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল হয়ে যাবে ।  

ত্বক ফর্সা করার ফেসপ্যাক

আর তাছাড়া আপনার ত্বকের ব্রণের দাগ দূর হবে ও হালকা দাগছোপ থাকে তাহলে সেটিও খুব সহজেই দূর হয়ে যাবে।

ব্রণের দাগ দূর করে ত্বককে দুধের মত ফর্সা করার জন্য এই ফেসপ্যাকটি সেরা হবে ।

গাজেরর ফেসপ্যাক

বন্ধুরা,আপনারা যদি ত্বকের ব্রণ দূর করে ত্বককে ফর্সা ও দাগ মুক্ত করতে চান তাহলে এই ফেসপ্যাকটি একবার ব্যবহার করুন । 

ব্রণের দাগ দূর করে ত্বক ফর্সা করার ফেসপ্যাকঃ

উপকরন সমুহঃ

ব্রণের দাগ দূর করে ত্বক ফর্সা করার ফেসপ্যাক

২ টেবিল চামচ গাজরের পেস্ট

২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট এবং

কালো ত্বক ফর্সা করার উপায়

১ টেবিল চামচ দুধ

তৈরির ধাপ ও ব্যবহারঃ

প্রথমে একটি পরিষ্কার পাত্রে সমস্ত উপকরণ গুলি নিয়ে ভালোভাবে গুলিয়ে দুধ ও গাজরের ফেসপ্যাক তৈরি করে নিন।

গাজেরর ফেসপ্যাক

এবার তুলা বা মুখের ব্রাশের সাহায্যে ফেসপ্যাকটি সমস্ত মুখ এবং গলায় ভালোভাবে লাগিয়ে নিন।

এবার মিশ্রণটি শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

ব্রণের দাগ দূর করার ফেসপ্যাক

এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

নোটঃ

১। এই ফেসপ্যাকটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না ।  

২। এই ফেসপ্যাকটি সপ্তাহে দুই বার ব্যবহার করুন ।

এই ফেসপ্যাকটির আরো উপকারিতাঃ

ফেসপ্যাক

ত্বককে গভির থেকে ফর্সা ও উজ্জ্বল করে তোলে ।

ত্বকের মৃত কোষ সমূহ দূর করে ।

ত্বকে নতুন কোষ গঠনে সাহায্য করে ।

ব্রণের দাগ দূর করে ।

ত্বকের দাগ দূর করে ত্বককে ফর্সা করার জন্য আপনারা নিয়মিত এই প্যাকটি ব্যবহার করুন । তাহলে আপনারা খুব সুন্দর দাগহীন ত্বক পাবেন ।