ত্বক ফর্সা করতে বেসন এবং অ্যালোভেরা ফেসপ্যাক

কালো ত্বককে সম্পূর্ণ পার্শপ্রতিক্রিয়াহীন ভাবে উজ্জ্বল এবং ফর্সা করতে এই ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকরী। তাই আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করেই ফেসপ্যাক গুলো ব্যবহার করুন সপ্তাহে অন্তত দুইবার এবং নিজেদের কাল ত্বককে করে তোলে উজ্জ্বল ফর্সা মসৃণ এবং লাবণ্যময়ী। সুস্থ এবং সুন্দর ত্বকের অধিকারী হয়ে উঠুন ।

বেসন এবং অ্যালোভেরা ফেসপ্যাকঃ

ফেসপ্যাক তৈরিতে যা যা লাগবেঃ

২ টেবিল চামচ বেসন

রোদে পোড়া দাগ দূর করতে এলোভেরা গুরুত্ব

২ চা চামচ এলোভেরা জেল

১ চা চামচ মধু

পরিমাণমতো গোলাপজল

ফেসপ্যাক তৈরির প্রক্রিয়াঃ

প্রথমে একটি পরিষ্কার পাত্রে সবগুলো উপকরণ পরিমাণমতো নিয়ে নিন।

এ ভাই সবগুলো উপাদান ভালোভাবে গুলিয়ে পেস্ট তৈরি করুন।

তাহলে তৈরি হয়ে যাবে ত্বক ফর্সাকারী অত্যন্ত কার্যকরী এই ফেসপ্যাকটি।

কালো ত্বক ফর্সা করতে বেসনের ফেসপ্যাকটির উপকারিতাঃ

ত্বক সম্পূর্ণরূপে উজ্জ্বল এবং ফর্সা করে তোলে।

নিয়মিত ব্যবহারে ত্বক স্থায়ীভাবে ফর্সা হয়ে ওঠে।

ব্রণ এবং ব্রণের দাগ দূর হয়।

মেছতা দূর হয়।

বলিরেখা এবং বুড়িয়ে যাওয়া ভাব দূর হয়।

ত্বকে সৃষ্ট বিভিন্ন ধরনের গর্ত দূর হয়।

ত্বকের লাবণ্য তা বৃদ্ধি পায়।

ডার্ক সার্কেল দূর করে ।

কালো ত্বক উজ্জ্বল এবং ফর্সা করতে ফেসপ্যাকটি ব্যবহার প্রক্রিয়াঃ

ক্লিনজিংঃ

ফেসপ্যাক টিকটকের ব্যবহারের প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং বা পরিষ্কারকরণ ।

মুখ ধুয়ে নিন

যে কোন সাবান বা ফেসওয়াশ দিয়ে আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন।

ত্বক পরিষ্কারের জন্য আপনি চাইলে লেবু অথবা টমেটোর ব্যবহার করতে পারেন।

সে ক্ষেত্রে কাঁচা তরল দুধ দিয়ে মুখ পরিষ্কার করলে ভালো ফল পাওয়া যায়।

স্টিমিংঃ

স্টিমিং বা দ্বিতীয় পর্যায়ের জন্য প্রথমে একটি বড় পাত্রে ফুটন্ত গরম পানি নিন।

এরপর মাথার ওপর গামছা বা তোয়ালে দিয়ে পাত্রটি উপরে মুখ দিয়ে রাখুন । যেন পাত্র থেকে ওঠা জলীয়বাষ্প সরাসরি আপনার মুখে লাগে।  3 থেকে 5 মিনিট এভাবে স্টিমিং করে নিন।

ফেসপ্যাক এপ্লাইঃ

স্ক্রাবার অথবা পরিষ্কার রুমালের সাহা্য্যে সম্পূর্ণ মুখের ফেসপ্যাক এর মিশ্রণটি ভালভাবে লাগিয়ে নিন। 

তিন থেকে পাঁচ মিনিট ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ মুখের মেসেজ করতে থাখুন ।

এরপর মিশ্রণটি শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিন।

মিশ্রণটি সম্পূর্ণ শুকিয়ে গেলে কুসুম গরম জলে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রন গুলো তুলে নিন।

সবশেষে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

এবং সাথে সাথে ত্বকের জন্য উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন।

বিঃদ্রঃ

ফেসপ্যাক এ ব্যবহৃত উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করা থেকে বিরত থাকুন।

শিশুদের ত্বকের ফেসপ্যাক এপ্লাই করবেন না।

স্থায়ীভাবে ফর্সা ত্বক পেতে সপ্তাহে অন্তত একবার ফেসপ্যাক গুলো ব্যবহার করুন।

করা রোদ এবং ধুলাবালি যুক্ত স্থান এড়িয়ে চলোন। অথবা রোদে বের হওয়ার পূর্বে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। 

বাইরে থেকে এসেই দ্রুত মুখ পরিষ্কার করে নিন।

দৈনন্দিন খাদ্য তালিকায় দুধ অথবা সবজি অবশ্যই রাখবেন।

যতটুকু সম্ভব মানসিক অবসাদ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। কেননা এটি আমাদের ত্বকের ওপর খারাপ প্রভাব ফেলে।

অতিমাত্রায় সাবান বা ক্যামিকেল জাতীয় প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকুন।

Leave a Comment