আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিরাকেল স্কিন হোয়াইটেনিং রেমেডি । এই রেমেডিটি ত্বক হতে বলিরেখা , বয়সের ছাপ , ত্বকের কুচকানো ভাব ও কালো রংকে দূর করে দিয়ে ত্বককে কাঁচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল করে দিবে ।
তাছাড়া মুখে যদি হালকা দাগ ছোপ থাকে তাহলে সেটিও খুব সহজে দূর হয়ে যাবে । বন্ধুরা এটি খুব সহজ ও অত্যন্ত কার্যকরী একটি রেমেডি ।
যদি ত্বক হতে বয়সের ছাপ , ত্বকের কালো রংকে দূর করে ত্বককে ফর্সা করতে চান তাহলে একবার হলেও এই রেমেডি.ব্যবহার করে দেখবেন , তাহলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা কার্যকর ।
বন্ধুরা , চলুন অত্যন্ত কার্যকরী এই রেমিডিটি কিভাবে তৈরি করতে হবে তা দেখে নেওয়া যাক ।
রেমিডিটি প্রয়োজনীয় উপাদানঃ
২ চামচ ময়দা
১/২ ( হাফ ) চামচ হলুদ গুড়া
৪ চামচ টক দই
১ চামচ মধু
রেমিডিটি তৈরি ও ব্যবহার বিধিঃ
প্রথমে একটি পরিষ্কার বাটি নিন ।
এবার উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।
এরপর তিন মিনিট পর্যন্ত এটাকে নাড়তে থাকুন । কিছুক্ষণ পর দেখবেন মিরাকেল স্কিন হোয়াইটেনিং রেমেডি তৈরি হয়ে গেছে।
এটি পুরোপুরি ভাবে তৈরি হওয়ার পর একটি ব্রাশের সাহায্যে এটি মুখের মধ্যে লাগিয়ে নিন ।
প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত মুখে রেখে দিন ।
২০ পর প্যাকটি শুকিয়ে এলে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন ।
নোটঃ
১। এই রেমেডিটি সপ্তাহে দুই বার করে ব্যবহার করতে পারেন ।
বন্ধুরা যেহেতু এই প্যাকটি ন্যাচারাল সব উপাদান দিয়ে তৈরি তাই এই রেমেডি কোন সাইড-ইফেক্ট ছাড়াই ত্বকের দাগ ও বয়সের ছাপ দূর করে ত্বককে ফর্সা করে তুলবে। এই রেমেডির সাইড ইফেক্ট না থাকার কারণে ত্বককে খুব তাড়াতাড়ি উজ্জ্বল করে তুলবে।