এবার বাড়িতে বসে তৈরি করে নিন ফেয়ারনেস ক্রিম

বাড়িতে-বসে-তৈরি-করে-নিন-ফেয়ারনেস-ক্রিম

ত্বকের দাগ দূর করে ত্বককে ফর্সা করার জন্য অনেকে স্কিন ফেয়ারনেস ক্রিম অর্থাৎ স্কিন হোয়াইটেনিং ক্রিম দীর্ঘদিন ব্যবহার করেন । বাজারের ক্যামিকেল যুক্ত ক্রিম গুলো ত্বক ফর্সা করে কিন্তু তার সাথে সাথে ত্বকের জন্য দীর্ঘ মেয়াদি ক্ষতি রাখে।  

তাই, আপনারা যদি মনে করেন বাজারের ফেয়ারনেস  ক্রিম ব্যবহার করা বাদ দিবেন তাহলে আপনারা বাড়িতে এই স্কিন ফেয়ারনেস ক্রিমটি তৈরি করে ব্যবহার করতে পারেন।    

এই ক্রিমটি যেহেতু বাড়িতে বসে নিজেই তৈরি করবেন তাই এটি শতভাগ সাইড ইফেক্ট মুক্ত ন্যাচারাল ফেয়ারনেস ক্রিম হবে ।

বন্ধুরা, চলুন এই ফেয়ারনেস ক্রিমটি কি করে বানাবেন তা দেখিয়ে দিই ।

ফেয়ারনেস ক্রিম তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

  • এক কাপ – চাল
  • ১৫০ মিলিলিটার -বিটরোটের রস  
  • ২ চামচ – ক্যাসটর অয়েল  
  • চারটি ভিটামিন-ই

ফেয়ারনেস ক্রিম তৈরির ধাপঃ

  • একটি পরিষ্কার বাটির মধ্যে চাল গুলো নিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলুন ।
  • এরপর আরও একটি পরিষ্কার বাটির মধ্যে ১৫০ মিলিলিটার মত বিটরোটের রস নিন।
  • এবার বিটরোটের রসের মধ্যে ধুয়া চালগুলো ঢেলে দিন ।
  • চাল গুলো ঢেলে দেওয়ার পর চাল বিটরোটের রসের মধ্যে এভাবে চার ঘণ্টা ভিজিয়ে রাখুন ।
  • চার ঘণ্টা পর একটি ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নিন। 
  • ব্লেন্ড করার পর একটি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিন।
  • ছেঁকে নেওয়ার পর একটি পরিষ্কার পাত্র চুলায় দিয়ে পাত্রটি গরম করে নিন।  
  • এরপর পাত্রের মধ্যে অল্প ক্যাস্টর অয়েল ঢেলে দিয়ে ২ মিনিট পর ছেঁকে নেওয়া মিশ্রণটি ঢেলে দিন এবং ৫মিনিট মতো হালকা আঁচে এই মিশ্রণটি নাড়াতে থাকুন।
  • ৫ মিনিট চামচের সাহায্যে নাড়াতে নাড়াতে যখন মিশ্রণটি গাঢ় হয়ে হয়ে আসবে তখন পাত্রটি চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করতে হবে ।   
  • মিশ্রণটি ঠাণ্ডা হবার পর ভিটামিন ই এর ভিতরের অয়েল বের করে মিক্স করে নিন।
  • মিশ্রণটির সাথে ভিটামিন ই মিশে গেলে একটি কাঁচের কৌটার মধ্যে ভরে রেখে দিন । 

ফেয়ারনেস ক্রিমটি ব্যবহারঃ

তো বন্ধুরা, এবারে জেনে নিন কিভাবে এই ক্রিমটি ব্যবহার করবেন ।

ত্বক ফর্সা করার উপায়

এই ক্রিমটি লাগানোর আগে মুখ অবশ্যই পরিষ্কার করবেন । এরপর ক্রিমটি মুখের মধ্যে ম্যাসাজ করতে করতে পুরো মুখেই লাগিয়ে নিবেন । এই ক্রিম কিছুদিন পর্যন্ত ব্যবহার করার পর ত্বক ফর্সা উজ্জ্বল ও দাগহীন হয়ে উঠবে । এটি ব্যবহারে দাগ ছোপ একেবারে দূর হয়ে যাবে , ত্বক হতে বয়সের ছাপ দূর হয়ে ত্বক উজ্জ্বল , মসৃণ ও ইয়াং হবে।

নোটঃ   

১। এই ফেয়ারনেস ক্রিমটি আপনারা পনের দিন মত ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারবেন । এই ক্রিমটি যদি ফ্রিজের মধ্যে না রেখে রুম টেম্পারেচারে রাখেন তাহলে তিন থেকে চার দিন ভালো থাকবে। এবং এরপর এটি আবার নতুন করে বানাতে হবে।  

২। এই ফেয়ারনেস ক্রিমটি রাতে ঘুমাতে যাবার আগে ব্যবহার করলে বেশি ভাল ফলাফল পাবেন।

বন্ধুরা , আপনারা ত্বকের দাগ দূর করে ত্বক ফর্সা করার জন্য এতদিন ধরে যে কেমিক্যাল যুক্ত ক্রিমগুলো ব্যবহার করেছেন তা মুখে লাগানো বন্ধ করে তার পরিবর্তে বাড়িতে নিজের তৈরি কেমিক্যাল মুক্ত এই কার্যকরী ক্রিমটি ব্যবহার করুণ। আর এই ক্রিমটি আপনারা একবার ব্যবহার করলেই অন্য ক্রিমের সাথে এর পার্থক্য বুঝতে পারবেন।