বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বককে ফর্সা করার স্পেশাল ফেইসপ্যাক যেটি Permanent Skin Whitening Remedy। এই রেমেড়িটি ত্বক হতে রোদেপুড়া দাগ,বলিরেখা, বয়সের ছাপ ,ত্বকের কুচকানো ভাব ও কালো রংকে দূর করে দিয়ে ত্বককে স্থায়ীভাবে কাচের মতো স্বচ্ছ , উজ্জ্বল ও ফর্সা করে তুলবে । তাছাড়া এটি খুব সহজেই ত্বকের দাগছোপকে দূর করে দিবে ।
বন্ধুরা এটি অত্যান্ত কার্যকর একটি রেমিডি। যদি আপনি ত্বক হতে বয়সের ছাপ , ত্বকের কালো রংকে দূর করে ত্বককে স্থায়ীভাবে ফর্সা করতে চান তাহলে এই রেমিডিটিকে একবার হলেও ব্যবহার করে দেখবেন।
- এই রেমেড়িটি তৈরি করার জন্য ১ টি ট্মেটো ও ১টি আলু নিয়ে সেদ্ধ করে নেব ।
ট্মেটো আমাদের ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বকের রোদেপুড়া দাগকে দূর করে ত্বককে ফর্সা ও ইয়াং করবে।
- সেদ্ধ করা ট্মেটো ও আলুর খোসা তুলে ব্লেন্ড করে একটি বাটির মধ্যে নিয়ে নিব ।
আলুর মধ্যে ত্বকের দাগছোপ দূর করার গুণাগুণ পাওয়া যায়। তাছাড়া আলু আমাদের ত্বকের রংকেও
উজ্জ্বল করতে অনেক ভাল কাজ করে ।
এবার এর সাথে এড করে নিব
- ২ চামচ দুধ।
দুধ আমাদের ত্বকের দাগকে দূর করে ত্বককে ক্লিন রাখবে ।
- ও ১/২ চামচ ক্যাসটর অয়েল ।
যাদের ত্বক অয়েলি তারা ক্যাসটর অয়েলের পরিবর্তে ১ চামচ লেবুর রস ব্যবহার করবেন ।
এবার সবগুলো উপাদানকে ভাল করে মিক্স করে নিন।
বন্ধুরা ত্বককে নেচারালি খুব দ্রুত ফর্সা করার জন্য এই প্যাকটি খুব ভাল কাজ করবে ।
উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে ।এবার এই প্যাকটি চেহারায় apply করে নিন।
আপনারা ত্বকের সৌন্দর্যকে দিনের পর দিন ধরে রাখার জন্য এই প্যাকটিকে সপ্তাহে ২ বার করে apply করুণ ।
প্যাকটি মুখে লাগিয়ে ২৫ মিনিট রেখে দিতে হবে ।
২৫ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিবেন ।
বন্ধুরাএই প্যাকটি ব্যবহার করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক আগের চেয়ে অনেক বেশি lighten ও spotless হয়ে গেছে ।