বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বককে সবচেয়ে দ্রুত উজ্জ্বল ও গ্লোয়িং বানানোর জন্য স্কিন ফেয়ারনেস ফেইসপ্যাক । যেটি ব্যবহার করলে আপনারা একই সাথে দু’রকম বেনিফিট পাবেন। প্রথমত এই ফেইসপ্যাকটি আপনার স্কিনের সকল দাগকে দূর করে দিবে। দ্বিতীয়টি হল এটি আপনার ত্বককে দুর্দান্তভাবে ফর্সা করে দিবে। তাছাড়াও এটি ত্বকের ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস এবং ফেসিয়াল হেয়ারকে ও দূর করে দিবে। তার সাথে সাথে এই পিলঅফ ফেইসপ্যাকটি আপনার ত্বককে করে দিবে ধবধবে কাচের মতো ফর্সা।
এই প্যাকটি তৈরি করার জন্য একটি বাটিতে
- ২ চামচ টকদই
টকদইয়ে ল্যাকটিক এসিড আছে , এটি ত্বক হতে কালোদাগ, বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে।
- ১/২ চামচ হলুদ গুড়া
হলুদের natural lightening property ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।
- ১ চামচ ময়দা
ময়দাতে রয়েছে Cleanging প্রোপার্টি যা ত্বক হতে বয়সের ছাপ ,বলিরেখা ও ত্বকের সমস্ত কালো রং ও কাল দাগকে দূর করে দিয়ে ত্বককে নিমিশেই ফর্সা করে তুলে আর ময়দা আমাদের ডমেজ স্কিনকেও রিপিয়ার করতে সাহায্য করে।
- ১ ভিটামিন ই। ভিটামিন ই ত্বককে সুস্থ করে ইয়াং করে তুলে ।
- ও অল্প গোলাপজল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোকরে মিশিয়ে নিন।
প্যাকটি তৈরি হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে প্যাকটি চেহারায় লাগিয়ে নিন।
প্যাকটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুণ…..
প্যাকটি ত্বকে শুকিয়ে এলে ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।
তাহলে বন্ধুরা মুখের সমস্ত রকমের কালোদাগ দূর করে ত্বককে দ্রুত ফর্সা করার জন্য অবশ্যই ঘরে বসে এই ফেসপ্যাকটিকে ব্যবহার করুন ।