আজকে নিয়ে এসেছি স্কিন হোয়াইটেনিং হোমমেইড রেমেড়ি ,এই রেমেড়িটি বাড়িতে থাকা কয়েটি উপাদান দিয়ে খুব সহজে বানাতে পারবেন । এটি ব্যবহার করলে ত্বক দুধের চাইতেও ধবধবে ফর্সা গ্লোয়িং ও উজ্জ্বল হয়ে উঠবে আর এর সাথে সাথে মুখের দাগছোপ একেবারে দূর হয়ে যাবে ।
যদি মুখে বয়সের ছাপ অর্থাৎ রিংক্যালস থাকে তবে সেটাও দূর হয়ে যাবে । এই রেমেড়িটি প্রতিদিন ব্যবহারে ত্বক এতটা ফর্সা উজ্জ্বল ও টানটান হবে যে আর কোনো রেমেড়ি ব্যবহার করতে চাইবেন না ।
এই রেমেড়িটি ত্বককে দুধের চেয়ে ঝকঝকে ও ফর্সা করে তুলবে।
চলুন দেখে নিই কিভাবে এই রেমেড়ি তৈরি ও ব্যবহার করতে হবে ।
প্রয়োজনীয় উপাদানঃ
১ চামচ চালের গুড়া
১ চামচ কফি পাউড়ার
৪ চামচ টকদই
২ টি ভিটামিন – ই
তৈরি ও ব্যবহারের ধাপঃ
প্রথমে সব উপাদান একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন ।
মিশিয়ে নেয়ার পর ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করুন ।
এপ্লাই করার পর ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন ।
২০ মিনিট পর ত্বক ভালভাবে ধুয়ে ফেলুন ।
নোটঃ
এই প্যাকটি সপ্তাহে ২ দিন করে ব্যবহার করুন ।
এটি মুখের সব ধরণের দাগ ছোপকে দূর করে দিয়ে আপনাদের দিবে সবথেকে ফর্সা উজ্জল ত্বক । এই রেমেড়ি ব্যবহার করার পর আপনারা দেখতে পাবেন ত্বক আগের চেয়ে কতটা ফর্সা হয়ে গেছে দেখুন ।
এই রেমেড়িটি ত্বক ফর্সা কারার সব থেকে সেরা উপায় ।