রূপচর্চায় বেসন বহুকাল থেকে ব্যবহার হয়ে আসছে। প্রায় সব ধরনের ত্বকে বেসনের ফেসপ্যাক ব্যবহার করা যায় বলে এটি অত্যন্ত জনপ্রিয়। বেসন তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল চিকচিকে ভাব দূর করে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখে।
বেসনের কিছু ফেইসপ্যাক ত্বকে ব্যবহারের ফলে আপনার ত্বক হয়ে ওঠে দুধের মতো ফর্সা এবং হলুদের মত উজ্জল। মেছতার দাগ সারাতে, ত্বকের লাবণ্য এবং যৌবন ধরে রাখতে বেসন অত্যন্ত কার্যকরী।
তাই আমাদের এই আলোচনাটি সাজিয়েছি বেসনের এমন ফেসপ্যাক নিয়ে যা আপনার ত্বককে করে তুলবে দুধের মতো ফর্সা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক বেসনের অত্যন্ত কার্যকরী দুটি ফেসপ্যাক এবং তার ব্যবহার।

দুধের মতো উজ্জ্বল, ফর্সা, দাগহীন ত্বক পেতে বেসনের ফেসপ্যাকঃ
উপকরন সমুহঃ
- ৩ চামচ বেসন
- ১ চা চামচ মধু
- আধা চা-চামচ কাঁচা হলুদ।
- পরিমান মত কাঁচা তরল দুধ।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১. প্রথমে একটি পরস্কার বাটি নিন
২.সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন ।
৩. স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে ব্রাশের সাহায্যে সারা মুখ লাগিয়ে নিন ।
৪.এটি মুখের মধ্যে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন ।
৫. ২০ মিনিট পর পরিস্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন ।
৬. এই রেমেড়িটি সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারবেন ।

নোটঃ
- বেসনের ফেসপ্যাক এ ব্যবহৃত কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন।
- ফেসপ্যাক লাগিয়ে রোদে ধুলাবালি যুক্ত স্থানে এবং গরম স্থানে যাবেন না।
- ফেসপ্যাক ব্যবহারের পর পরই আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিন।

নিজেদের ত্বককে দুধের মতন ফর্সা, উজ্জ্বল, দাগহীন এবং আকর্ষনীয় করে তুলতে যে কেউ ঘরে বসে বেসনের ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করতে পারবেন। তাই সুস্থ সুন্দর এবং সতেজ ত্বকের জন্য আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে বেসনের ফেসপ্যাক এপ্লাই করুন ।