বন্ধুরা ত্বককে সুন্দর ফর্সা উজ্জ্বল করতে আজ আমি আপনাদের সাথে এমন একটি স্কিন হোয়াইটেনিং রেমেডি শেয়ার করব , যার ব্যবহারে আপনার ত্বক থেকে অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়ে ত্বক সতেজ থাকবে এবং ত্বকে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে ও ত্বক ফর্সা হবে ।
এই রেমেড়িটি তৈরি করার জন্য একটি বাটিতে
- ১ চামচ বেসন নিন।
ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলার জন্য বেসন ত্বকের মধ্যে অসাধারণ কাজ করে থাকে।
এবার এরসাথে এড করুণ
- ১ চামচ গোলাপের পাপড়ি গুড়া
গুলাপের পাপড়ি গুড়া আপনারা যে কোন কসমেটিকের দোকানে পাবেন।
এটি আমাদের ত্বককে খুব ভালভাবে হাইড্রেড আর ময়েশ্চারাইজ করে যার ফলে আমাদের ত্বক হেলদি হয় ও রং ফর্সা হয় ।
- ২ চামচ বীটরুট জুস।
বীটরোটের মধ্যে প্রচুর পরিমাণে স্কিন লাইটেনিং এজেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক হতে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ।
বীটরুট আপনারা সবজির দোকানে পাবেন ।
এরপর স্মোথ পেষ্ট তৈরি করার জন্য প্রয়োজনমত তরল দুধ এড করে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিন।
কাঁচা দুধের মধ্যে প্রাকৃতিক ব্লিচ থাকায় দুধ ত্বক হতে সমস্ত দাগছোপ ও পিগমেন্টেশনকে অনায়াসে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে।
উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে ।
এবার এই প্যাকটি চেহারায় apply করে নিন।
এই প্যাকটিকে আপনারা সপ্তাহে ২ বার করে apply করুণ ।প্যাকটি মুখে লাগিয়ে ২৫ মিনিট রেখে দিতে হবে ।
২৫ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিবেন ।
বন্ধুরা এই প্যাকটি ব্যবহার করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা হয়ে গেছে ।