চেহারাকে কখনো বুড়ো হতে দেবে না, ফর্সার সাথে সাথে বয়সের ছাপ দূর করবে

ফর্সার সাথে সাথে বয়সের ছাপ দূর করবে

বন্ধুরা ত্বককে সুন্দর ফর্সা উজ্জ্বল করতে আজ আমি আপনাদের সাথে এমন একটি স্কিন হোয়াইটেনিং রেমেডি শেয়ার করব , যার ব্যবহারে আপনার ত্বক থেকে অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়ে ত্বক সতেজ থাকবে এবং ত্বকে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে ও ত্বক ফর্সা হবে ।

এই রেমেড়িটি তৈরি করার জন্য একটি বাটিতে

  • ১ চামচ বেসন নিন।

ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলার জন্য বেসন ত্বকের মধ্যে অসাধারণ কাজ করে থাকে।

এবার এরসাথে এড করুণ

  • ১ চামচ গোলাপের পাপড়ি গুড়া

গুলাপের পাপড়ি গুড়া আপনারা যে কোন কসমেটিকের দোকানে পাবেন।

এটি আমাদের ত্বককে খুব ভালভাবে হাইড্রেড আর ময়েশ্চারাইজ করে যার ফলে আমাদের ত্বক হেলদি হয় ও রং ফর্সা হয় ।

ত্বক-ফর্সা-করতে-বীটরোট
  • ২ চামচ বীটরুট জুস। 

বীটরোটের মধ্যে প্রচুর পরিমাণে স্কিন লাইটেনিং এজেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বক হতে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ।  

বীটরুট আপনারা সবজির দোকানে পাবেন ।

এরপর স্মোথ পেষ্ট তৈরি করার জন্য প্রয়োজনমত তরল দুধ এড করে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিন।  

ফর্সার সাথে সাথে বয়সের ছাপ দূর করবে

কাঁচা দুধের মধ্যে প্রাকৃতিক ব্লিচ থাকায় দুধ ত্বক হতে সমস্ত দাগছোপ ও পিগমেন্টেশনকে অনায়াসে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে।    

উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে ।

ফর্সার সাথে সাথে বয়সের ছাপ দূর করবে (3)

এবার এই প্যাকটি চেহারায়  apply করে নিন।

ত্বক ফর্সা করার উপায়

এই প্যাকটিকে আপনারা সপ্তাহে ২ বার করে  apply  করুণ ।প্যাকটি মুখে লাগিয়ে ২৫ মিনিট রেখে দিতে হবে ।

২৫ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিবেন ।

ফর্সার সাথে সাথে বয়সের ছাপ দূর করবে (2)

বন্ধুরা এই প্যাকটি ব্যবহার করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা হয়ে গেছে ।