মাত্র ৭ দিনে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাবে পেয়াঁজের এই হেয়ার প্যাক

আজকে আমি আপনাদের সাথে অসাধারণ কার্যকর পেয়াঁজের হেয়ার প্যাক শেয়ার করছি, যেটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে , নতুন চুল গজাবে ও চুল হবে ঘন কালো সুন্দর ঝলমলে ।

পেঁয়াজের হেয়ার প্যাক

চুল পড়ার ঝামেলা পুরুপুরি কমিয়ে চুলকে ঘন কালো সুন্দর ঝলমলে করতে হেয়ার প্যাকটি ব্যবহার করুন। 

আমলকি এবং পেঁয়াজের হেয়ার প্যাকঃ

খুশকি দূর করার সহজ উপায়

পেয়াঁজ এবং আমলকিতে বিদ্যমান প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, জিংক, ম্যাঙ্গানিজ, ফসফরাস ইত্যাদি আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী । এটি চুল পড়া বন্ধ করে নতুন চুল গজিয়ে চুল ঘন, কালো, মসৃণ করতে অত্যন্ত উপকারী। 

উপকরণ সমূহঃ

৪ চামচ আমলকির পেস্ট।

২ টেবিল চামচ পেঁয়াজের রস।

পেঁয়াজের হেয়ার প্যাক

২ টেবিল চামচ অপরিশোধিত নারিকেল তেল।

১ চামচ মধু।

পেঁয়াজের হেয়ার প্যাক

আমলকি এবং পেঁয়াজের হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ

প্রথমে ৪-৫ টি আমলকি ভালোভাবে পেস্ট করে নিতে হবে এবং পেঁয়াজের রস বের করে নিতে হবে ।

এরপর একটি পরিষ্কার পাত্রে আমলকির পেস্ট , পেঁয়াজের রস, নারিকেল তেল এবং মধু ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিলেই প্যাকটি তৈরি হয়ে যাবে।

আমলকি এবং পেঁয়াজের হেয়ার প্যাকটি চুলে ব্যবহার প্রক্রিয়াঃ

সম্পূর্ণ চলে চুলের গোড়ায় এবং মাথার স্কাল্পে এয়ার ব্রাশের সাহায্যে প্যাক এর মিশ্রন ভালভাবে লাগিয়ে দিন।

হেয়ার ব্রাশ বা আঙুলের সাহায্যে আলতোভাবে চুলের গোড়া ৫ থেকে ৭ মিনিট ম্যাসাজ করুন।

এর পর ২০ মিনিট অপেক্ষা করুন।

পেঁয়াজের হেয়ার প্যাক

তারপর ভেষজ শ্যাম্পু বা ব্যবহারের শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে পরিষ্কার করে নিন।

কমন কিছু প্রশ্ন ও তার উত্তরঃ

১। প্রশ্নঃ এই রেমেড়ি কি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে ?

উত্তরঃ এই রেমেড়িটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না ।

২। প্রশ্নঃ সপ্তাহে কত বার ব্যবহার করতে হবে ?

উত্তরঃ সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারবেন ।

নিয়মিত আমলকি এবং পেঁয়াজের হেয়ার প্যাকটি ব্যবহার করলে অতি দ্রুত সময়ে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে এবং চুল হয়ে উঠবে ঘন, কালো, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।