শতভাগ চুলপড়া বন্ধ করতে পেঁয়াজের রস এবং অ্যালোভেরার হেয়ারপ্যাকটি ব্যবহার করুন

চুল-ঝরে-পড়া-বন্ধ-করার-উপায়

চুল পড়ার সমস্যা আমাদের কম বেশি সবার রয়েছে ।  চুল পড়া বন্ধ করার জন্য অনেকেই অনেক রকমের রেমেড়ি ব্যবহার করে থাকেন । যে সকল প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুল পড়া বন্ধ করার প্যাক তৈরি করা হয় তার মধ্য হতে পেঁয়াজ এবং অ্যালোভেরা অন্যতম প্রাকৃতিক উপাদান ।

এই উপাদান দুটি সাহায্যে হেয়ার প্যাক তৈরি করে যদি ব্যবহার করা হয় তাহলে চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ।

পেঁয়াজ এবং অ্যালোভেরার সাহায্যে কিভাবে চুল পড়া বন্ধ করার হেয়ার প্যাক তৈরি করতে হবে চলুন দেখে নিই

শতভাগ চুলপড়া বন্ধ করতে পেঁয়াজের রস এবং অ্যালোভেরা হেয়ার প্যাকঃ

ব্যবহৃত উপকরণসমূহঃ

দুটি মাঝারি সাইজের পেঁয়াজ

আধা কাপ অ্যালোভেরা জেল ও

২ টি ভিটামিন ই

নতুন চুল গজাতে পেঁয়াজ ও অ্যালোভেরা জেলের হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ 

প্রথমে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে এর চামড়া ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পেস্ট করে নিন।

এবার একটি এলোভেরা পাতা মাঝ বরাবর কেটে নিয়ে চামচের সাহায্যে অ্যালোভেরার জেল বের করে নিন।

এবার একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার জেল এবং পেঁয়াজের পেস্ট ও ভিটামিন ই ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন চুল পড়া বন্ধের অত্যন্ত কার্যকরী একটি হেয়ার প্যাক। 

চুলের যত্নে পেঁয়াজের রসের হেয়ার প্যাকটি ব্যবহারের প্রক্রিয়াঃ

হেয়ার ব্রাশ এর সাহায্যে সম্পূর্ণ চুলের গোড়ায় এবং মাথার স্কাল্পে সম্পূর্ণ হেয়ার প্যাক এর মিশ্রণটি ভালভাবে লাগিয়ে নিন।

বড় দাঁতের চিরুনির সাহায্যে 5 থেকে 7 মিনিট চুল আলতোভাবে আঁচড়ে নিন।

তিন থেকে পাঁচ মিনিট চুলের গোড়ায় আলতো ভাবে ম্যাসাজ করুন।

এবার শাওয়ার ক্যাপ পড়ে নিন । পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা ভালোভাবে বেধে নিন।

এরপর ৫ মিনিট অপেক্ষা করুন।

এরপর শাওয়ার ক্যাপ খুলে নিয়ে প্রথমে চুল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।

তারপর সবশেষে ভালোভাবে শ্যাম্পু করে মাথা ধুয়ে নিন।

চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে হেয়ার প্যাকটি কার্যকরী হওয়ার কারণঃ

পেঁয়াজঃ

পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া রোধ করতে খুবই কার্যকরী। এছাড়া পেঁয়াজের রয়েছে ভিটামিন এ, বি 6, সি, পটাশিয়াম, এবং ফসফরাস।

যা নতুন চুল গজাতে এবং চুল সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অ্যালোভেরাঃ

অনন্য ওষধিগুণ সম্মৃদ্ধ একটি উদ্ভিদ হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা বা ঘৃতকুমারীর ভেষজ উপাদান আমাদের চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী। এলোভেরাতে বিদ্যমান প্রচুর এন্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের ।

চুলের গোড়া মজবুত করে চুল পড়া শতভাগ  বন্ধ করে। নতুন চুল গজাতে সাহায্য করে। চুলকে ঘন কালো উজ্জ্বল এবং মসৃণ করে তোলে।

ভিটামিন ইঃ

ভিটামিন ই চুলের গোড়াতে পুষ্টি জুগিয়ে চুল পড়া বন্ধ করবে।

আপনারা আপনাদের চুল পড়া বন্ধ করতে এই পাকটি নিশ্চিন্তে ব্যবহার করুন ।