চুল আমাদের বাহ্যিক সৌন্দর্যের অন্যতম প্রধান একটি অংশ। এই চুলকে ঘিরে থাকে আমাদের নানান ধরনের পরিকল্পনা। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের মাথা থেকে অতিরিক্ত পরিমাণে চুল ঝরে যায়। কিশোর থেকে বয়স্ক প্রায় সবাই এই সমস্যার সম্মুখীন হয়ে আসছেন।
অনেকেই কার্যকরী প্রাকৃতিক উপায় এর মাধ্যমে চুল পড়ার সমস্যা সমাধান করতে চাইচেন। তেমনই একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং কার্যকরী সমাধান হচ্ছে পেঁয়াজের রস। হ্যাঁ বন্ধুরা পেঁয়াজের রসের কিছু ব্যবহার পদ্ধতি জেনে ব্যবহার করলে আপনার চুল পড়া মাত্র 1 সপ্তাহে বন্ধ হয়ে যাবে।
আর তাই চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রসের ব্যবহার এর বিস্তারিত বর্ণনা নিয়ে এই আলোচনাটি সাজিয়েছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক মাত্র 7 দিনে চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রসের ব্যবহার।
মাত্র 7 দিনে চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রসের ব্যবহার সমূহঃ
পেঁয়াজের রস এবং নারিকেল তেলের মিশ্রণঃ
- একটি পরিষ্কার পাত্রে 2 টেবিল চামচ পেঁয়াজের রস এবং 2 টেবিল-চামচ অপরিশোধিত নারিকেল তেল এবং আধা চা-চামচ টি ট্রি অয়েল ভালোভাবে মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন।
- হেয়ার ব্রাশ এর সাহায্যে মাথার চুলে এবং হাতের সাহায্যে স্কাল্পে ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে নিন।
- 30 মিনিট পর শ্যাম্পু দিয়ে পাতা পরিষ্কার করে নিন।

উপকারিতাঃ
নারিকেল তেলে বিদ্যমান উপাদান চুলের গোড়া মজবুত করে এবং এন্টি ব্যাকটেরিয়াল উপাদান চুলের পক্ষে দূষণমুক্ত রাখে।
পেঁয়াজের রস চুলের গোড়ায় শক্তি যোগায় এবং চুল পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে।

ডিম ও পেঁয়াজের রসঃ
- একটি ডিম 2 টেবিল-চামচ পেঁয়াজের রস এবং এক চা-চামচ লেভেন্ডার অয়েল ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন মিশ্রণটি।
- মাথার স্কাল্পে সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিন।
- চুল সমেত মাথা পরিষ্কার তোয়ালে অথবা শাওয়ার ক্যাপ দিয়ে বেঁধে নিন।
- 30 মিনিট পর শ্যাম্পু করে নিন।

উপকারিতাঃ
- পেঁয়াজের রসের মিশ্রণটি চুলে ব্যাবহার করলে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে।
- ডিমের উচ্চতর প্রোটিন চুলের জন্য খুবই উপকারী।
- চুলের কোষের শক্তি যোগায় ফলে চুল পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়৷

লেবু ও পেঁয়াজের রসঃ
- অনেক সময় অতিরিক্ত খুশকির কারণে আমাদের চুলের গোড়া রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। যার কারণে বেশি পরিমাণে চুল পড়ে যায়। তাদের জন্য পেঁয়াজের রসের এই প্যাক টি অত্যন্ত কার্যকরী।
- 1 টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিয়ে মাথার ত্বকে এবং চুলে ভালভাবে লাগিয়ে নিতে হবে।
- 30 থেকে 40 মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিতে হবে।

উপকারিতাঃ
- মাথার সমস্ত খুশকি দূর করে চুল পড়া শতভাগ বন্ধ করে।
- মাথার ত্বকের ময়লা দূর করে, ত্বককে পরিষ্কার এবং ব্যাকটেরিয়া মুক্ত রাখে।
- চুলকে ঘন কালো ও উজ্জ্বল করতে পেঁয়াজের রসের প্যাক টি অত্যন্ত কার্যকরী।

বিশেষ দ্রষ্টব্যঃ
- পেঁয়াজের রস অথবা পেঁয়াজের রসের প্যাকে বিদ্যমান কোন উপাদান যদি আপনার ত্বকের জন্য এলার্জিক হয়ে থাকে তাহলে সেটি ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
- শ্যাম্পু করার পর চুল তাড়াতাড়ি শুকিয়ে নেবেন। বেশিক্ষণ সময় চুল ভেজা রাখবেন না।
- কোন ধরনের প্যাক ব্যবহার করে রোদে, ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
- চুল পড়া দ্রুত বন্ধ করার জন্য সপ্তাহে দুই থেকে তিনবার পেঁয়াজের রসের প্যাক ব্যবহার করুন।
উপরে উল্লেখিত বিভিন্ন পদ্ধতি সমূহ চুল পড়া বন্ধ করতে শতভাগ কার্যকরী। প্যাকগুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং ঘরে বসে নিজেই তৈরি করে ব্যবহার করতে পারবেন। তাই আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে চুল পড়া বন্ধ করার জন্য পেঁয়াজের রসের প্যাক গুলো ব্যবহার করে দেখুন। চুল পড়া বন্ধ করে সুস্থ-সুন্দর ঘন কালো এবং মসৃণ চুলের অধিকারী হয়ে উঠুন।
ধন্যবাদ