অসময়ে আমাদের অনেকের চুল পেকে যায় । এই পাকা চুল আমাদের অনেক অস্বস্তিতে ফেলে দেয় । অসময়ে পেকে যাওয়া চুলকে কাল করতে এই রেমেড়িটি ব্যবহার করুন ।
পাকা চুল কাল করতে কালোজিরার তেল এবং পেঁয়াজের রসের হেয়ার প্যাকঃ
ব্যবহৃত উপাদানসমূহঃ
২ টেবিল চামচ কালোজিরার তেল
২ টেবিল চামচ পেঁয়াজের রস
২ চামচ অলিভ অয়েল

১ টেবিল চামচ কাঁচা দুধ
হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ
প্রথমে পেঁয়াজের চামড়া ছিলে নিয়ে ভালোভাবে পেস্ট করে রস বের করে নিন।
পেঁয়াজের রসের সাথে কালোজিরার তেল ভালোভাবে মিশিয়ে নিন।
মিশ্রণটির সাথে পরিমাণ অনুযায়ী দুধ এবং অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে দিয়ে তৈরি করে নিন কালোজিরার কার্যকরী একটি হেয়ার প্যাক।
চুলে ব্যবহারের প্রক্রিয়াঃ
পরিষ্কার মাথার ত্বকে, সম্পূর্ণ চুলে এবং চুলের গোড়ায় হেয়ার ব্রাশ এর সাহায্যে কালোজিরার হেয়ার প্যাক টি ভালভাবে লাগিয়ে নিন।
তিন থেকে পাঁচ মিনিট আঙুলের সাহায্যে চুলের গোড়া আলতো ভাবে ম্যাসাজ করুন।
শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার কাপড় দিয়ে চুল সমেত মাথা বেঁধে নিন।
30 থেকে 40 মিনিট অপেক্ষা করুন এরপর প্রথমে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিয়ে, সবশেষে শ্যাম্পু করে নিন।
কালোজিরার তেলের এই হেয়ার প্যাক টি নতুন চুল গজাতে, চুল ভাঙ্গা রোধ করতে, চুল ঘন, কালো, মসৃণ এবং উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী সপ্তাহে অন্তত দুবার হেয়ার প্যাক টি ব্যবহার করুন।
চুল পাকা রোধ করতে কিছু বিষয় করণীয়ঃ
প্রয়োজন ছাড়া চুল স্ট্রেইট করা এবং পার্ম করা থেকে বিরত থাকুন।
মাত্রাতিরিক্ত ভাবে চুল আঁচড়াবেন না।
চুলে ব্যবহার করার পানি আইরোনিক হলে পানি পরিবর্তন করুন।
পানি ঝরানোর জন্য তোয়ালে দিয়ে অতিরিক্ত চুল ঘষা-মাজা করবেন না।
প্রোটিন এবং আমি সমৃদ্ধ খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন.।