ফর্সা ও দাগ মুক্ত ত্বক পাবার জন্য পাকা কলার এই ফেসপ্যাক ব্যবহার করুন

বন্ধুরা , আপনাদের সৌন্দর্যকে আরো একধাপ এগিয়ে দিতে আমি নিয়ে এসেছি পাকা কলার ফেসপ্যাক । এই ফেসপ্যাক আপনার মুখ থেকে কালোদাগ দূর করে দিয়ে আপনার মুখকে করে তুলবে দাগহীন ও ফ্রেস।

বন্ধুরা, চলুন ফেইসপ্যাকটি তৈরি করে নিই ।

ফর্সা ত্বক পাবার জন্য পাকা কলার ফেসপ্যাক তৈরি করার নিয়মঃ

প্রয়োজনীয় উপাদানঃ

  • দু’চামচ – কলার পেস্ট
ত্বক ফর্সা করার সেরা ফেসপ্যাক
Milk
  • এক চামচ-  তরল দুধ
  • এক চামচ – গোলাপ জল ও
ত্বকে লেবুর উপকারিতা
  •  এক চামচ- লেবুর রস

পাকা কলার ফেসপ্যাক তৈরির ধাপঃ

  • একটি পরিষ্কার বাটিতে সবগুলো উপাদান ভাল করে মিশিয়ে নিন ।
  • সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে গেলে আপনারা মুখ পরিষ্কার করে মুখের উপর এপ্লাই করুন ।
  • সব উপাদান মিশে গেলে একটি ব্রাশের সাহায্যে ফেসপ্যাকটি মুখের উপর এপ্লাই করে নিন।
ব্রণের দাগ দূর করার উপায়
  • এটি এপ্লাই করার পর 15 মিনিট অপেক্ষা করুন ।
  • 15 মিনিট পর ফেসপ্যাকটি যখন শুকিয়ে আসবে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

ফেসপ্যাকটি কাজ করার কারণঃ

পাকা কলাঃ

পাকা কলা ত্বকের সমস্ত দাগ দূর করে দিয়ে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করবে।

দুধঃ

কাঁচা তরল দুধ আমাদের ত্বকের জন্য খুবই উপকারি । কারণ কাঁচা দুধের মধ্যে থাকে ল্যাকটিক এসিড ও প্রাকৃতিক ব্লিচ যা আমাদের ত্বকের ভিবিন্ন দাগ ও পিগমেন্টেশনকে অনায়াসে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে।   

গোলাপজলঃ

ত্বক ফর্সা করার উপায়

গোলাপজল ত্বকে টোনার হিসেবে কাজ করে ত্বককে ফ্রেস রাখে ।

লেবুঃ

লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচ রয়েছে যা ভিবিন্ন ধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ , রোদেপুড়া ও পিগমেন্টেশকে অনায়াসে দূর করে ত্বককে অতি মাত্রাই উজ্জ্বল ও ফর্সা করে তুলার জন্য পারদর্শী।

কালো দাগ দূর করার উপায়

এছাড়াও লেবুর মধ্যে ভিটামিন সি ও সাইট্রিক এসিড পাওয়া যায় যা ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বককে ব্রাইট ও লাইটেন করে তুলে । 

নোটঃ

১। ফেসপ্যাকটি সব ধরনের ত্বকের জন্যই উপকারী ।

২। বন্ধুরা যাদের ত্বকের মধ্যে এলার্জির প্রবলেম আছে তারা লেবুর রস মেশাবেন না ।

বন্ধুরা এই ফেসপ্যাকটি ব্যবহার করার কারণে আপনাদের মুখের কালো দাগ পুরোপুরি নিমিশেই দূর হয়ে যাবে ।  

Leave a Comment