যুগ যুগ ধরে নারিকেল তেল প্রতিদ্বন্দ্বীহীন ভাবে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। চুলকে ঘন-কালো,লম্বা ও শায়নি করতে এবং চুলের যত্নে , চুলের সৌন্দর্য বাড়াতে নারিকেল তেলের কোন বিকল্প নেই বললে চলে । কিন্তু বাজারে অনেক গুলো নারিকেল তেল কিনতে পাওয়া যায় । তার মধ্যে কোনটা আসল কোনটা নকল তা আমাদের চিনে ওঠা খুবই কঠিন ব্যাপার ।
আবার যখন তেল ন্যাচারাল হয় অর্থাৎ বাড়িতেই নারকেল তেল তৈরি করা যায় তাহলে তখন সেই তেল দিয়ে চুল পরিচর্যা করা এবং বিশুদ্ধতার ব্যাপারে কারো দ্বিমত থাকে না ।
তাই, আজ আপনাদের চুলকে ঘন-কালো ও লম্বা করার উপায় এবং চুলের যত্নে বাড়িতে নারকেল তেল তৈরির নিয়ম শেয়ার করছি । আপনারা এই নিয়ম অনুসরণ করলে খুব সহজে বাড়িতেই নারিকেল তেল তৈরি করতে পারবেন। এবং কোন কেমিক্যাল ছাড়াই এটি তৈরি করা যাবে ।
চুলকে ঘন-কালো ও লম্বা করার উপায়এবং চুলের যত্নে বাড়িতে নারকেল তেল তৈরির নিয়মঃ
প্রয়োজনীয় উপাদানঃ

- বড় সাইজের নারকেল – ১টি
তেল তৈরির ধাপঃ
- নারকেল তেল তৈরি করার জন্য প্রথমে নারকেল গুলোকে নারকেল কুরানির সাহায্যে কুরিয়ে নিতে হবে।

- এরপর একটা ব্লান্ডার নিয়ে কুরানো নারকেল গুলোকে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
- এরপর একটা বড় কাচেঁর বাটিতে ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের দুধ বের করে নিতে হবে।

- একই নারকেলকে বার বার ব্লেন্ড করে নারকেল দুধ বের করতে হবে।
- নারকেলের দুধ সম্পূর্ণ বের করে নিয়ে নারকেলের দুধ যে বাটিতে রখবেন সেই বাটিটি একটা রেপিং পেপার বা পলিথিন দিয়ে ঢেকে ২৪ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।
- ২৪ ঘন্টার পর দেখবেন নারকেলের দুধ শক্ত হয়ে সাদা মোটা স্তর তৈরি হয়েছে।

- এরপর একটি পরিষ্কার ফ্রাইপেন চুলায় দিয়ে ভাল করে শুকিয়ে নিয়ে নারকেল দুধের শক্ত আবরণটি ফ্রাইপেনে দিয়ে কিছুক্ষণ রাখলেই নারকেল দুধের শক্ত আবরণ গলে তৈল তৈরি হয়ে যাবে।
- এরপর তৈল চুলা থেকে নামিয়ে ৫-৬ ঘন্টা রেখে তৈল ঠান্ডা করে নিতে হবে।

- তৈল ঠান্ডা হয়ে এলে একটা কাঁচের কৌটায় নিয়ে তৈলটি সংরক্ষণ করে রেখে ব্যবহার করতে পারবেন।
চুল লম্বা করার উপায় বা ব্যবহারঃ
চুলকে ঘন-কালো ও লম্বা করতে সপ্তাহে অনন্ত ৩ দিন মাথায় নারকেল তৈল দিয়ে ১০-১৫ মিনিট ম্যাসাজ করুণ।

এইভাবে চুলে নারকেল তেল ম্যাসাজ করলে চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে আর চুল পড়াও কমে যাবে।
নোটঃ
১। কুরিয়ে নিতে না পারলে কুচিকুচি করে কেটে নিতে পারবেন। তবে সবচেয়ে ভাল হয় নারকেল কুরিয়ে নিলে।
২। নারকেল দুধ তৈরি করার জন্য চুলার আঁচ খুব হালকা রাখতে হবে। চুলার আঁচ বেশি হলে তৈল পুড়ে যাবে।
৩। একটা নারকেলে থেকে ৫০ মিলিলিটার পর্যন্ত মত নারকেল তেল তৈরি হয় । আপনারা যতটুকু পরিমাণ তেল তৈরি করতে চান সেই অনুপাতে নারিকেল বাড়িয়ে নিবেন।

বন্ধুরা,এখন থেকে চুলকে ঘন-কালো,লম্বা করার জন্য ও চুলের যত্নে বাড়িতে নিজেই খাঁটি নারকেল তৈল তৈরি করে নিন।