দাগছোপকে দূর করে দিয়ে ত্বককে খুব দ্রুত ফর্সা করার জন্য এটি দূর্দান্ত কার্যকর একটি ফেইসপ্যাক।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অসাধারণ একটি ফেইসপ্যাক বানানোর উপায় যেটি স্কিন ব্রাইটেনিং করার  সিক্রেট রেমেড়ি। বন্ধুরা, এর আগে আমি আপনাদের সাথে অনেক ধরনের ফেইসপ্যাক বানানো শেয়ার করেছি যেগুলো ব্যবহার করলেই সহজে আপনারা আপনাদের ত্বককে ফর্সা আর উজ্জ্বল করে তুলতে পারবেন।তবে আজকে আমি এমন একটা দুর্দান্ত কার্যকর স্কিন হোয়াইটেনিং ফেইসপ্যাক বানানো দেখাবো। এটা কিছুদিন ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে দাগছোপহীন ঝকঝকে ফর্সা আর উজ্জ্বল।

তো বন্ধুরা , চলুন দেখে নেয়া যাক কিভাবে এটিকে বানাতে হবে।         

এবার একটি পরিস্কার বাটিতে

  • ২ চামচ আলুর পেষ্ট নিব ।

আলুর মধ্যে থাকে প্রাকৃতিক ব্লিচিং প্রোপার্টিচ যা আমাদের ত্বক হতে দাগছোপকে ধীরে ধীরে হালকা করতে সাহায্য করে ত্বকে প্রাকৃতিকভাবে ফেয়ারনেস ও গ্লো নিয়ে আসবে।

এবার এরসাথে এড করে নিব  

  • ১/২ চামচ হলুদ গুড়া ।

হলুদ ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে। 

  • ১ চামচ আলোভেরা জেল।

ALSO READ :

মুলতানি মাটি ও চালের গুড়ার ফেসপ্যাক ।

ঘাড় ও গলার বিশ্রী কালো দাগ দূর করার উপায়।

দাগহীন ফর্সা উজ্জল ত্বকের জন্য আলুর ফেসপ্যাক |

আলোভেরা জেলের ময়শ্চারাইজিং প্রোপার্টি ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে ত্বককে তুলতুলে নরম ও কোমল করে রাখবে।

এর সাথে আরো নিব

  • ১ চামচ চালের গুড়া

চালের গুড়া ত্বকের এইজিং প্রসেস স্লো করে দেয়। যার ফলে ত্বক থেকে প্রায় 10 বছর পর্যন্ত বয়সের ছাপ কমে যায় আর ত্বক উজ্জ্বল টানটান মসৃণ হয়।                                                                                                                                                                                                                                                                                                        এবার সবগুলো উপকরণ খুব ভালোকরে মিশিয়ে নিন।

দাগছোপকে দূর করে দিয়ে ত্বককে খুব দ্রুত ফর্সা করার জন্য এটি দূর্দান্ত কার্যকর একটি ফেইসপ্যাক। ত্বককে ফর্সা করার জন্য এটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করবেন।

উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে।

একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে  apply করুণ।               

প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ।

২০ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।  

Our Facebook Page

our youtube channel

 

Leave a Comment