বন্ধুরা , আজ আমি আপনাদের সাথে দূর্দান্ত একটি রেমেড়ি শেয়ার করব যা মাত্র ১ বার ব্যবহারে আপনার ত্বক ফর্সা হবার সাথে সাথে হয়ে যাবে কাচের মতো চকককে ফর্সা স্বচ্ছ ও উজ্জ্বল। আর তাছাড়া আপনার ত্বক থেকে দাগছোপকে দূর করে দিয়ে ত্বককে মসৃণ ও সুস্থ করে তুলবে। তাই বন্ধুরা, যদি আপনি ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং ও ক্লিন ত্বক পেতে চান তাহলে এই রেমিডিটিকে একবার হলেও ব্যবহার করে দেখবেন।
বন্ধুরা, চলুন তাহলে দেখে নি কিভাবে এই রেমেডিটিকে তৈরি করবেন
এবার একটি বাটিতে
- ২০ গ্রাম মত ১ টুকরা পাকা পেঁপে
- ও অর্ধেক পাকা কলা নিব।
- এবার পাকা পেঁপে ও কলা এক সাথে ব্লেন্ড করে নিব ।
ত্বকের দাগছোপকে দূর করার জন্য পাকা পেঁপে সবচেয়ে বেশি উপকারি । পাকা পেঁপে ত্বক হতে বয়সের ছাপকে কমিয়ে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলবে। আর পাকা কলা ত্বকে প্রাকৃতিকভাবে ফেয়ারনেস ও গ্লো নিয়ে আসবে।
- ব্লেন্ড করা পেঁপে ও কলার সাথে এড করে নিব
- ১ চামচ চালের গুড়া ।
চালের গুড়া ত্বককে ফর্সা ও clean করে তুলবে যার ফলে আমাদের বয়স কমপক্ষে ৩-৫ বছর কম দেখাবে।
- এরপর এদেরকে মিশিয়ে নিতে হবে।
একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে apply করুণ।
বন্ধুরা যদি আপনার ত্বকে wrinkles, pimples, age spot থাকে নিশ্চন্তে এই প্যাকটিকে apply করুণ ।
আর এটি ত্বককে ময়শ্চারাইজ করে তুলতুলে নরম কোমল ও মুলায়েম রাখবে।
প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ।
২০ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।