এলোভেরা জেল দিয়ে মাত্র ৫ মিনিটে দাগমুক্ত উজ্জ্বল ত্বক পাবার উপায়

রুপচর্চার খুব পরিচিত একটি উপাদানের নাম হলো এলোভেরা ।

এলোভেরার সাহায্যে রুপচর্চার প্রতিটি ধাপ যেন পূর্ণতা পায়। আর আপনাদের  ত্বকের যত্নকে পরিপূর্ণতা দিতে শেয়ার করছি অ্যালোভেরা জেল দিয়ে তৈরি এমন একটি রেমেড়ি যার সাহায্যে মাত্র ৫ মিনিটে ত্বককে ক্লিন,ফ্রেস,গ্লোয়িং ও স্পটলেস করতে পারবেন ।        

অনেকে সময়ের অভাবে ত্বকের যত্ন নিতে পারেনা ,তাই আপনাদের সাথে যে রেমেড়িটি শেয়ার করছি এটি মাত্র ২-৩ টি উপাদান দিয়ে খুব অল্প সময়ে তৈরি করে ত্বকের যত্ন নিতে পারবেন ।   

চলুন, কিভাবে অ্যালোভেরা জেল দিয়ে অল্প সময়ে ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করবেন তা জেনে নিই।

এই ফেসপ্যাকটি ২ ভাগে ভাগ করে ব্যবহার করতে হবে।

প্রথম ধাপঃ স্ক্রাবিং  

যা লাগবেঃ

অ্যালোভেরা জেল দিয়ে মাত্র ৫ মিনিটে দাগমুক্ত উজ্জ্বল ত্বক পাবার উপায়

১টি অ্যালোভেরা টুকরো

হাফ চামচ চিনি

ব্যবহারঃ

১টি অ্যালোভেরা টুকরো করে কেটে নিয়ে এর খোসা ছাড়িয়ে এলোভেরার উপর হাফ চামচ চিনি দিয়ে ৫ মিনিট স্ক্রাব করুন ।

৫ মিনিট পর টিস্যু দিয়ে মুখ মুছে ফেলুন ।

দ্বিতীয় ধাপঃ ক্লিনজিং

যা লাগবেঃ

১টি অ্যালোভেরা টুকরো 

গোলাপ জলের উপকারিতা

২/৩ ফোঁটা গোলাপজল

ব্যবহারঃ

১টি অ্যালোভেরা পাতা নিয়ে এর থেকে একটি টুকরো নিয়ে নিন,এরপর চারপাশের আবরণ গুলো তুলে ফেলুন।      

চারপাশের আবরণ তুলে ফেলার পর এর মধ্যে গোলাপজল দিয়ে দিন।

উজ্জল ত্বক প্রাপ্তিতে এলোভেরার গুরুত্ব

এরপর এটি দিয়েও আরো ৫ মিনিট মাস্যাজ করুন ।

এরপর মুখ মুছে ফেলুন ।

এরপর নিজেই দেখতে পাবেন ত্বক কতটা ফর্সা ও উজ্জ্বল হয়েছে ।  

উপকারিতাঃ

অ্যালোভেরাঃ

এলোভেরার ৭টি হেয়ারপ্যাক

অ্যালোভেরার মধ্যে রয়েছে ক্লিনজিং প্রোর্পাটিস যা ত্বকের ভিতরে প্রবেশ করে ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে ত্বক এর উজ্জ্বলতাকে ফিরিয়ে দিতে সহয়তা করে । 

গোলাপ জলঃ

ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার

গোলাপ জল ত্বক এর জন্য গ্রেড ক্লিনজার হিসাবে বিখ্যাত । এটি ত্বক এর ময়লার স্তর পরিষ্কার করে । আর ত্বকে তেল ঝমতে দেয়া না এবং ব্রণ সৃষ্টিকারি জীবাণুর বিরুদ্ধে ফাইট করে আর ত্বককে রাখে স্বচ্ছ ও পরিষ্কার  ।  

Leave a Comment