বন্ধুরা,আজকে আমি আপনাদের সাথে এমন একটি অসাধারন স্কিন হোয়াটেনিং ঘরোয়া উপায় শেয়ার করব যেটি ব্যবহার করলে আপনাদের কখনো পার্লারে গিয়ে ফেসিয়াল করার প্রয়োজন হবে না।
কারণ এই ঘরোয়া পদ্ধতিটি আপনার ত্বকের জন্য এতটা উপকারি যে এর ব্যবহারে আপনার মুখে একটি দূর্দান্ত প্রাকৃতিক উজ্জ্বলতা চলে আসবে। এই পদ্বতিটি আপনি প্রতিদিন শোবার আগে ব্যবহার করলে সকাল বেলা উঠে আপনি একটা ফর্সা, উজ্জ্বল ত্বক পাবেন ।
তো বন্ধুরা চলুন , কিভাবে এই অসাধারন চমৎকার স্কিন হোয়াটেনিং রেমেডিটি তৈরি করবেন তা জেনে নিই।
ত্বকের বয়স কমিয়ে ত্বক সতেজ এবং টানটান করে তুলার উপায়
প্রয়োজনীয় উপাদানঃ
১ চামচ গোলাপের পাপড়ি গুঁড়া
১ চামচ ময়দা
১ চামচ টকদই
১ চামচ লেবুর রস ও
২ চামচ গোলাপ জল
তৈরি ও ব্যবহার করার নিয়মঃ
সবার প্রথমে একটি পরিষ্কার বাটি নিয়ে এরমধ্যে সব উপাদান দিয়ে খুব ভালভাবে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিই ।
ভালভাবে মিশিয়ে নেয়ার পর একটি ব্রাশের যাহায্যে মুখে এপ্লাই করুণ ।
এরপর ২০ মিনিট অপেক্ষা করুণ ।
২০ মিনিট পর পানি দিয়ে আপনি মুখ ধুয়ে ফেলুন ।
নোটঃ
১। বন্ধুরা এই প্যাকটি আপনি সপ্তাহে ২ দিন করে ব্যবহার করতে পারবেন ।
২। গোলাপের পাপড়ি গুঁড়া যেকোনো কসমিটিকের দোকানে রোজ ফেসিয়াল প্যাক বললে পাবেন ।
মুখ ধুয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মুখ কতটা ফর্সা হয়ে এসেছে ।