ত্বককে সুন্দর ও সুস্থ্য রাখার জন্য আমাদের প্রতিদিন ১ বার হলেও ময়শ্চারাইজার ব্যবহার করা দরকার। নিয়মিত ত্বক ময়শ্চারাইজ করলে ত্বক মসৃণ ও কোমল থাকে । বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ইফেক্টিভ একটি রেমেড়ি শেয়ার করব। এই রেমেড়িটি ত্বকে ন্যাচারাল একটি পরিবর্তন নিয়ে আসবে ।
ময়শ্চারাইজার কি?
ময়শ্চারাইজার মানে হচ্ছে ত্বকের বাইরের আবরণের উপর একটি রক্ষাকারী আবরণ তৈরি করা যা ত্বককে নরম ও কোমল রাখে। এছাড়াও ময়শ্চারাইজার ত্বকের গভিরে প্রবেশ করে ত্বকের বাষ্পীভবনকে হ্রাস করে ত্বকের জলয়োজনকে (হাইড্রেশন) বৃদ্ধি করে ।
ত্বক ময়শ্চারাইজ করে ত্বক মসৃণ করার উপায়ঃ
প্রয়োজনীয় উপাদানঃ
- অ্যালোভেরা – ১ টুকরো
- মধু – ১ চামচ
ধাপঃ
- ত্বক ময়শ্চারাইজ করার জন্য প্রথমে একটি অ্যালোভেরা টুকরো নিয়ে এর উপরের আবরণ (এলোভেরার ছামড়া) তুলে নিন।
- এবার অ্যালোভেরার উপর ১ চামচ মধু দিয়ে মুখে ম্যাসাজ করুন।
- এইভাবে ত্বককে ৫ মিনিট ম্যাসাজ করুণ ।
- ৫ মিনিট ম্যসাজ করার পর এটি এইভাবে ত্বকের মধ্যে রেখে ঘুমিয়ে যান। (যদি রাতে ব্যবহার করেন) ।
- ৫ মিনিট ম্যাসাজ করার পর এটি ত্বকের মধ্যে ৩০ মিনিট মত রেখে মুখ পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিন। (রাত ছাড়া দিনের অন্য সময় ব্যবহার করলে)
এই রেমেড়িটি ময়শ্চারাইজ হিসেবে কেন কাজ করবেঃ
এলোভেরাঃ
এলোভেরার মধ্যে রয়েছে ময়শ্চারাইজিং প্রপার্টি যা মুখের গভীরে প্রবেশ করে ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বকের সৌন্দর্যকে ধরে রাখতে সহায়তা করে ও ত্বককে মসৃণ করে ।
এছাড়াও এর মধ্যে রয়েছে এন্টি-এইজিং প্রোপার্টি যা আপনার মুখে বয়সের ছাপকে দূর করে দিয়ে ত্বকে ইয়াংগার করে তুলবে ।
মধুঃ
মধুর আরেক নাম হচ্ছে প্রাকৃতিক ময়েশ্চারাইজার । এটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের নমনীয়তা ধরে রাখতে সহায়তা করবে ।
এছাড়াও মধু ব্রণ সৃষ্টিকারী জীবাণু ও অন্যান্য জীবাণুর হাত থেকে ত্বককে রক্ষা করবে ।
নোটঃ
১। বন্ধুরা, আপনারা এটি রাতে ব্যবহার করলে বেশি ভাল ফলাফল পাবেন।
২। ত্বককে ময়েশ্চারাইজ করার জন্য এটি রাতে ব্যবহার করবেন।
ত্বককে মসৃণ, সুন্দর ও উজ্জ্বল রাখতে আপনারা ত্বককে অবশ্যই নিয়মিত ময়শ্চারাজ করবেন ।