দিনে মাত্র ১ বার ব্যবহার করে দুধের মত ত্বক ফর্সা হওয়ার সহজ উপায়

কাজের ফাঁকেই ঘরে থাকা উপাদান দিয়েই ত্বককে আরও সুন্দর করে তুলতে পারলে ব্যপারটা কেমন হয় বলুন তো?রান্নাঘরে কাজ করতে করতে সেখানকার কোন উপাদান দিয়েই যদি ত্বকের যত্ন নিয়ে ত্বককে ফর্সা করার যায় তাহলে তো কথাই নেই ।

চলুন বন্ধুরা , আজকে আমরা জেনে নিব কিভাবে ঘরে থাকা উপাদান দিয়ে ত্বকের যত্ন নিয়ে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করা ।

ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি দুটি প্যাক শেয়ার করছি যা দিয়ে খুব সহজে বাড়িতেই রুপচর্চা বা ত্বকের যত্ন নিতে পারবেন । এতে করে ত্বক উজ্জ্বল ও ফর্সা হবে ।  

চলুন ,দেখে নিই ঘরোয়া ভাবে ত্বক ফর্সা হওয়ার উপায়ঃ

দুধের মত ফর্সা ত্বক ফর্সা করার প্যাক-১

প্রয়োজনীয় উপাদানঃ

কফি পাউডার – ২ চামচ

ত্বক ফর্সা করার ফেসপ্যাক

বেসন – ১ চামচ

টকদই – ৩ চামচ

ভিটামিন ই –১ চামচ

তৈরি ও ব্যবহারের ধাপঃ

১.একাটি পরিস্কার বাটিতে কফি পাউডার , বেসন, টকদই ও ভিটামিন ই সবগুলো  উপাদান একসাথে নিয়ে ভাল করে মিশিয়ে নিন ।

২.এরপর ব্রাশ বা তুলার প্যাডের সাহায্যে প্যাকটি সারা মুখে লাগান । তবে ঠোঁটে ও চোখে লাগাবেন না। প্যাকটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন ।

মুখের দাগ দূর করতে আলুর ফেসিয়াল

৩.১০ মিনিট পর কুসুম গরম পানিতে পরিস্কার টাওয়াল বা সুতির কাপড় ভিজিয়ে নিন। এরপর ভিজা টাওয়াল বা সুতির কাপড় থেকে অতিরিক্ত পানি চেপে ফেলে দিয়ে প্যাকটি মুছে তুলে নিন।

দুধের মত ফর্সা ত্বক ফর্সা করার প্যাক-২

প্রয়োজনীয় উপাদানঃ

কফি পাউডার – ২ চামচ

ময়দা–১ চামচ

কাঁচা দুধের উপকারীতা

দুধ –৩ চামচ

তৈরি ও ব্যবহারের ধাপঃ

১.একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান নিয়ে একসাথে খুব ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

২.প্যাক তৈরি হয়ে এলে ব্রাশ বা তুলার প্যাডের সাহায্যে চোখ ও ঠোঁট ছাড়া সারা মুখে লাগান।প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন।

মুখের মেছতা দাগ দূর করার উপায়

৩.১৫ মিনিট পর মুখ ৩ মিনিট মত হালকা ম্যাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ঘরে বসে চটজলদি ত্বককে উজ্জ্বল ফর্সা দাগহীন করার জন্য এই প্যাকগুলো ব্যবহার করুন ।

Leave a Comment