মাত্র ৩ দিনে ত্বকের সকল দাগ দূর করে ত্বককে ফর্সা করতে এই স্ক্রাবার ব্যবহার করুণ।

কফির অন্যতম একটি উপকারিতা হচ্ছে এটি এক্সফুলিয়েটিংয়ের জন্য গ্রেট স্কাবার হিসেবে অসাধারণ কাজ করে। কফি ত্বকে স্ক্রাবিংয়ের ফলে ত্বক হতে মৃত কোষ তুলে ফেলে ত্বককে মসৃণ,নরম ও পরিস্কার করে ।

এছাড়াও এটি ত্বককে শুষ্ক হওয়া থেকে বাঁচিয়ে নেয়। স্ক্রাবিংয়ের ফলে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় বলে ত্বক সুস্থ্য হয়ে ওঠে। তবে মনে রাখবেন ত্বকে শুধু মাত্র কফি ম্যাসাজ করলে কফি স্ক্রাব খুব কম কাজ করবে।

এটি সবচেয়ে বেশী কজ করে অন্যান্য স্ক্রাবিং উপাদান যোগ করা হয়। ( যেমনঃ চিনি, চালের গুড়া, অলিভ অলেয়, ক্যাসটর অয়েল ইত্যাদি ) । 

কিভাবে কফি স্ক্রাব তৈরী করবেন তা ভাবছেন নিশ্চয়……?

কফি স্ক্রাব তৈরী করার জন্য

প্রয়োজনীয় উপাদানঃ

১ টেবিল চামচ – কফি পাউডার

১ টেবিল চামচ – চিনি

খুশকি দূর করার উপায়

১/২ টেবিল – ক্যাসটর অয়েল                                                                                              

তৈরী ও ব্যবহার পদ্ধতিঃ

সবগুলো উপাদান একসাথে নিয়ে খুব ভাল করে মিশাতে হবে।

ত্বক ফর্সা করার স্ক্রাবার

উপাদান গুলো একসাথে মিশে গেলে মিশ্রণটি নিয়ে ত্বকে জেন্টলি ৫-১০ মিনিট পর্যন্ত ম্যাসাজ করুন।

এভাবে ম্যাসাজের পর আরো ৫ মিনিট অপেক্ষা করুন ।

ব্রণ দূর করার উপায়

৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

নোটঃ

১) প্রতিদিন ব্যবহার করলে ভাল ফলাফল পাবেন। প্রতিদিন ব্যবহার করতে না পারলে সপ্তাহে ৩ বার ব্যবহার করুন ।

ত্বকের দাগ দূর করার স্ক্রাবার

২) স্ক্রাব করার পর যে কোন ময়শ্চারাইজার ক্রীম ব্যবহার করবেন । তবে অ্যালোভেরা দিয়ে ত্বক ময়শ্চারাইজ করতে পারলে সবচেয়ে উপকার পাবেন ।

এই স্ক্রাবার ব্যবহার করার ফলে ত্বকের সকল দাগ দূর হয়ে ত্বক ফর্সা হবে । ত্বকের দাগ দূর করতে আপনারা এটিকে প্রতিদিন ব্যবহার করুন।

Leave a Comment