বন্ধুরা আজকে আপনাদের সাথে এমন একটি স্কিন হুয়াইটেনিই ফেসপ্যাক শেয়ার করব যার ব্যবহারে আপনার ত্বক এতটা চকচকে হবে যা দেখে আপনিও বিশ্বাস করতে পারবেন না।
আর এই উপায়টি এতটা সহজ ও কার্যকর যার প্রথম ব্যবহারে আপনি অসাধারন ফলাফল পাবেন।
আমরা সবাই চায় আমাদের ত্বক সুন্দর ফর্সা দাগহীন হয়ে উঠুক।
তাই আজকে আমি আপনাদের সাথে দ্রুত সময়ে ত্বক ফর্সা করার সবচেয়ে সহজ যে উপায়টি শেয়ার করছি তার মাধ্যমে খুব সহজে আপনি একটি সুন্দর দাগহীন ফর্সা ত্বক পাবেন ।
চলুন ত্বক ফর্সা করার সবথেকে সহজ উপায়টি কিভাবে তৈরি করতে হবে তা দেখে নিই।
ত্বক ফর্সা করার সবচেয়ে সহজ উপায়টি তৈরির উপাদানঃ
২ চামচ চালের গুড়া
২ চামচ চন্দন গুড়া
১ চামচ টক দই
৪ চামচ বিট্রুট জুস
ত্বক ফর্সা করার সব থেকে সহজ উপায়টি তৈরির নিয়মঃ
এই উপায়টি তৈরি জন্য একটি বিট্রুট নিয়ে এর খোসা ছাডিয়ে নিন।
এরপর ব্লেন্ড করে ছাঁকুনির সাহায্যে ছেঁকে এর রস বের করে নিন।
এরপর একটি বাটি নিয়ে এর মধ্যে সব উপাদান একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন।
ত্বক ফর্সা করার সব থেকে সহজ উপায়টি ব্যবহারের নিয়মঃ
সব উপাদান মিশে স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে একটি ব্র্যাশের সাহায্য মুখে লাগিয়ে নিন ২০ অপেক্ষা করুন ।
২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
এরপর দেখুন আপনার মুখ অনেক চকচকে ও সুন্দর হয়ে উঠেছে।