এই ফেসিয়ালটি একবার ব্যবহার করে দেখুন, ত্বক এত বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না

ত্বক ফর্সা করার ফেসিয়াল

বলুন তো বন্ধুরা, কাঁচের মতো ফর্সা ত্বক কার না ভালো লাগে।

ব্রণের দাগ দূর করার ফেসিয়াল (2)

বন্ধুরা, আমাদের আশেপাশে এইরকম ত্বকের অধিকারী মানুষ কিন্তু অহরহ আছে। এই ধরনের ত্বকের সাথে যখন আমরা পরিচিত হই তখন আমরা এই ধরনের ত্বকের দিকে তাকিয়ে থাকি। আর ভাবি আমরাও যদি এইরকম ত্বকের অধিকারী হতে পারতাম ! তাহলে কত না ভালো হতো।  

বন্ধুরা, ঠিক এমন কাঁচের মত চকচকে ত্বক পেতে আজ আপনাদের সাথে এমন একটি ফেসিয়াল শেয়ার করতে যাচ্ছি, এই ফেসিয়াল ব্যবহারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন কাঁচের মত চকচকে সুন্দর ত্বক।

ব্রণের দাগ দূর করার ফেসিয়াল

কাঁচের মত চকচকে ত্বক পেতে হলুদ ও দুধের ফেসিয়ালঃ

দুধ ও হলুদ এর মিশ্রণের ফেসিয়ালের প্রথম ধাপ হলো….

মুখ পরিষ্কার করে নেওয়াঃ

  • মুখ পরিষ্কার করার জন্য একটি বাটিতে পরিমাণমতো গরুর দুধ নিতে হবে। এরপর একটি তুলা এই দুধের মধ্যে ভিজিয়ে সেই ভেজা তুলা দিয়ে পুরো মুখ ভালো মতো পরিষ্কার করে নিতে হবে।
ব্রণের দাগ দূর করার উপায় (2)
  • বন্ধুরা , মুখ ভালো মতো পরিষ্কার হয়ে গেলে দ্বিতীয় ধাপটি শুরু করবেন ।

মুখ স্ক্রাবিংঃ

  • দ্বিতীয় ধাপ হলো মুখ স্ক্রাবিং করা। মুখে স্ক্রাবিং করতে যে সকল উপকরণ লাগবে….
ত্বকের দাগ দূর করার উপায়

৩ টেবিল চামচ গরুর দুধ

২ টেবিল চামচ হলুদের পেস্ট ও

১ চামচ চালের গুড়া

যেভাবে ব্যবহার করবেনঃ

বন্ধুরা একটি বাটিতে পরিমাণমতো সব উপাদান একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন ।

এরপর এই মিশ্রণটিকে নিয়ে মুখ ভাল ভাবে সারকুলার মোশনে ৫ মিনিট স্ক্রাব করবেন ।
৫ মিনিট স্ক্রাব করার পর মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
এরপর যে কাজটি করতে হবে তা হলো…

ভাপ নেওয়ার পদ্ধতি বা স্ট্রিমিংঃ

ব্রণের দাগ দূর করার উপায়

এই স্ট্রিমিং করতে যে কাজগুলো আপনাকে করতে হবে
আধা লিটার মত দুধ একটি পাতিলে নিয়ে চুলায় দিয়ে গরম করে নিন ।
যখন দুধ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন আপনি আপনার মাথার উপরে একটি তোয়ালে দিয়ে সিদ্ধ দুধের বাটি মুখের কাছে নেবেন।


কিন্তু খেয়াল রাখতে হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে। দূরত্ব বজায় না রাখলে অতিরিক্ত ভাপ আপনার মুখের ত্বককে পুড়িয়ে দিতে পারে।
এই ভাবে ৫ মিনিট মত গরম দুধের ভাপ নিবেন ।
স্ট্রিমিং করার পরে ফেসিয়াল এর সর্বশেষ ধাপ অনুসরণ করতে হবে …

ফেসিয়াল প্যাকঃ


এই ধাপটি যথাযথভাবে করার জন্য যে সকল উপকরণ আপনার হাতের কাছে রাখতে হবে…
২ টেবিল চামচ গরুর দুধ,
২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা,

ব্রণ দূর করার উপায়

৩ টেবিল চামচ মুলতানি মাটি,
২ টেবিল চামচ মধু,

যেভাবে তৈরি ও ব্যবহার করতে হবেঃ

১. প্রথমে একটি পরস্কার বাটি নিন
২.সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন ।

ত্বক ফর্সা করার ফেসিয়াল,


৩. স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে ব্রাশের সাহায্যে সারা মুখ লাগিয়ে নিন ।
৪.এটি মুখের মধ্যে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন ।
৫. ২০ মিনিট পর পরিস্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন ।

নোটঃ


১. এই ফেসিয়ালটি মাসে ২ বার ব্যবহার করতে পারবেন। আর মাসে ২ বার ব্যবহার করার সময় না ফেলে অন্তত ১ বার ব্যবহার করবেন ।
এই ভাবে আজকের হলুদ ও দুধের ফেসিয়ালটি ব্যবহার করা সমাপ্ত হল।
বন্ধুরা, তাহলে আপনারা জানতে পারলেন কিভাবে খুব সহজে ঘরে বসে ফেসিয়াল করে ত্বককে কাঁচের মত টানটান ও সুন্দর করে তুলতে পারবেন।
আর যারা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছেন তারা আমাকে অবশ্যই অভিজ্ঞতা শেয়ার করবেন ।