ত্বক ফর্সা করার সেরা ফেসপ্যাক

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি রেমেড়ি যা আপনার চেহারাকে উজ্জল করতে সাহয্যা করবে।

ত্বক ফর্সা আর উজ্জল করার উপায়

যারা পার্লারে যাওয়ার ভয়ে রুপচর্চা ছেড়ে দিতে চান তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি দুর্দান্ত ঘরোয়া রেমেড়ি  যেটি আপনার ত্বক হতে কালো দাগ ,রোদে পুড়া দাগ ,দূর করতে খুব ভালো ভাবে কাজ করবে ।

বাইরে যাওয়ার কোনো জামিলা ছাড়াই ঘরে বসে ত্বক ফর্সা ক্রুন ।

 ত্বক ফর্সা করার ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

ঘরোয়া পদ্ধতিতে ত্বক ফর্সা করার উপায়

২ চামচ ময়দা

২টি ভিটামিন –ই

ত্বক ফর্সা করার উপায়

১ চামচ মধু ও

পরিমান মত দুধ  

ত্বক ফর্সা করার ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করার উপায়ঃ

এই রেমেড়ি তৈরি করার জন্যএকটি পরিষ্কার বাটি  নিতে হবে ।

এর মধ্যে সব উপাদান দিয়ে খুব ভাল ভাবে মিশিয়ে নিতে হবে ।

প্যাক ব্যবহার করার আগে পরিস্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন ।

মুখের কাল দাগ দূর করার উপায়

মিশিয়ে নেয়ার পর একটি ব্রাশের সাহয্যা আপনি মুখে ব্যবহার করুন

এটি এপ্লাই করার ১০ মিনিট পর জল মুখ ধুয়ে ফেলুন।

 মুখ ধুয়ার পর বাহিরের কোনো কিছু ব্যবহার করবেন না ।

নোট

ত্বক ফর্সা করতে আলুর ফেসিয়াল

আপনারা রেমেড়ি রাতে ব্যবহার করতে পারবেন । এই রেমেড়ি টি সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে পারবেন ।  

প্যাকটি ভাল ভাবে না মিশালে এটি আপনাদের মুখে ভাল ভাবে কাজ করবেনা । তাই প্যাকটি খুব ভাল করে মিশিয়ে নিবেন ।

Leave a Comment