রাতে মাত্র 9 মিনিটে ত্বক ফর্সা করে ফেলুন ম্যাজিকের মত ফর্সা হওয়ার নতুন টিপস,ত্বক ফর্সা করার ফেসপ্যাক

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ স্কিন ব্রাইটেনিং ফেসপ্যাক । এই ফেসপ্যাকটি আপনারা খুব সহজে ঘরে বসে ব্যবহার করতে পারবেন । 

এই ফেসপ্যাকটি মাত্র এক থেকে দু’বার ব্যবহার করলে অসাধারণ রেজাল্ট দেখতে পাবেন। 

মুখের কালো দাগ দূর করার উপায়

এই ফেসপ্যাকটি ব্যবহারে আপনার মুখের রং উজ্জ্বল ফর্সা হবে কারণ এই ফেসপ্যাকটি আপনার মুখের সমস্ত ধরনের দাগ ছোপ যেমন পিগমেন্টেশন , সানটেন , একনি মার্কসকে পুরোপুরি রিডিউস করে ত্বককে ম্যাজিকের মতো ফর্সা করে তুলবে ।

তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই অসাধারন ফেসপ্যাকটি কিভাবে তৈরি করবেন ।

ত্বক ফর্সা করার ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ 

দু’চামচ আঙ্গুরের পেস্ট 

আধা চামচ মুলতানি মাটি 

এলোভেরার ৭টি হেয়ারপ্যাক

এক চামচ এলোভেরা জেল

এক চামচ কাঁচা তরল দুধ 

ত্বক ফর্সা করার ফেসপ্যাক তৈরীর পদ্ধতিঃ 

স্কিন ব্রাইটেনিং ফেসপ্যাক তৈরি করার জন্য আমাদের 10 থেকে 12 টি আঙ্গুর নিতে হবে।

 এরপর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিন ।

ব্লাড হয়ে যাওয়ার পর এটিকে একটি বাটির মধ্যে নিয়ে নিন বাকি উপাদান গুলো দিয়ে খুব ভাল করে দুই থেকে তিন মিনিট পর্যন্ত নাড়তে থাকুন।

এরপর এটি যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন দেখবেন এটি খুব মসৃণ দেখাবে । 

ত্বক ফর্সা করার ফেসপ্যাকটির ব্যবহার বিধিঃ 

এটি খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর  একটি ব্রাশের সাহায্যে আপনার মুখের উপর এপ্লাই করুন ।

মুখের দাগ দূর করার রেমেড়ি

5 থেকে 10 মিনিট আপনার মুখের উপর রেখে এটি যখন শুকিয়ে আসবে তখন  ঠান্ডা পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

 তারপর আপনি বুঝবেন আপনার মুখ ফর্সা হয়ে উঠেছে ।

Leave a Comment