আজকে খুব সহজ একটি স্কিন হোয়াটেনিং ফেসপ্যাক শেয়ার করব , যে ফেসপ্যাকটি প্রথম ব্যবহারে আপনার ত্বক ফর্সা হওয়ার সাথে সাথে কাঁচের মতো স্বচ্ছ ,উজ্জল ও ফর্সা হবে যাবে ।
এছাড়া আপনার মুখ থেকে সমস্ত ধরনের দাগছোপকে দূর করে দিয়ে ত্বককে মসৃণ ও সুস্থ করে তুলবে ।
চলুন দেখে নিই কিভাবে এই রেমেড়ি তৈরি করতে হবে ।
ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
১ চামচ চালের গুড়া
১ চামচ মুলতানি মাটি
২ চামচ টমেটো পেষ্ট
১ টি ভিটামিন – ই
ফেসপ্যাক তৈরি করার করার পদ্বতিঃ
টমেটো পেষ্ট তৈরি করার জন্য ২ টি পাকা টমেটো নিয়ে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ড করে নিতে হবে।
ব্লেন্ড করে নেওয়ার পর , ১ টি পরিষ্কার বাটি নিয়ে এর মধ্যে সব উপাদান নিয়ে নিন।
এরপর ভালভাবে মিশিয়ে নিন ।
ফেসপ্যাক এর ব্যবহারঃ
১ টি ব্রাশের সাহায্যে মুখে এপ্লাই করুন ।
এপ্লাই করার পর ৩০ মিনিট অপেক্ষা করুন।
৩০ মিনিট পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
নোটঃ
এই ফেসপ্যাকটি সপ্তাহে ৪ দিন করে ব্যবহার করবেন ।
এই রেমেড়িটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে ও এর সাথে সাথে ত্বকের সৌন্দর্যকে ধরে রাখে ।