স্থায়ীভাবে কালো ত্বক ফর্সা করার কার্যকরী ঘরোয়া উপায়

কালো-ত্বক-ফর্সা-করার-উপায়

বর্তমান সময়ে আমরা সকলেই নিজেদের ত্বক এবং সৌন্দর্য নিয়ে খুব বেশি  সচেতন এবং মানুষের বাহ্যিক সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে তার চেহারার মাধুর্য তার উপরে। উজ্জ্বল, মসৃণ, এবং  সুশ্রী ত্বক পেতে আমরা অনেকেই কত কিছুই না করে থাকি।

কেন-আপনার-গায়ের-রঙ-কালো-বা-ফর্সা

অনেকেই আবার কালকে স্থায়ীভাবে ফর্সা করার জন্য প্রাকৃতিক উপায় খুঁজে আসছেন। তাই আপনাদের জন্য সাজিয়েছি আমাদের এই আলোচনা। কিভাবে অতিদ্রুত সময়ে ঘরে বসে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এবং সম্পূর্ণ পার্শপ্রতিক্রিয়াহীন ভাবে কিভাবে কালো ত্বক ফর্সা করা যায় তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 

চলুন দেখে নেয়া যাক—–

কালো ত্বক স্থায়ীভাবে ফর্সা করতে কার্যকরী ঘরোয়া উপায়ঃ

ত্বক ফর্সা করতে অত্যন্ত কার্যকরী এই ফেসপ্যাকটি তৈরিতে যা যা লাগবেঃ

2 থেকে 3 টেবিল চামচ মুলতানি মাটি।

2 টেবিল-চামচ কাঁচা তরল দুধ।

ত্বক-ফর্সা-করতে-হলুদ

আধা চামচ হলুদের গুড়া।

1 চা চামচ খাঁটি মধু।

কার্যকরী ঘরোয়া উপায় তৈরির প্রক্রিয়াঃ

প্রথমে একটি পাত্র ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন।

সবগুলো উপকরণ পাত্রে নিয়ে ভালোভাবে গুলিয়ে পেস্ট তৈরি করে নিলেই তৈরী হয়ে যাবে অত্যন্ত কার্যকরী এবং ত্বক ফর্সাকারী মুলতানি মাটির একটি ফেসপ্যাক।

হলুদের-ফেইসমাস্ক

এরপর এটি ত্বকের উপর এপ্লাই করে নিন ।

এটি ত্বকের উপর শুকিয়ে গেলে ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন ।

ত্বক ফর্সা করতে মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহারের উপকারিতাঃ

এটি ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে।

ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে।

সানবার্ন দূর করতে মুলতানি মাটি অত্যন্ত কার্যকরী।

ত্বকের বিভিন্ন ধরনের গর্ত দূর করতে এই ফেসপ্যাকটি অত্যন্ত উপকারী।

woman-applying-serum-to-face

স্থায়ীভাবে ত্বক উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে সাহায্য করে।

ব্রণ ,মেছতা সহ সব ধরনের দাগ দূর করে।